বাড়ল জিও গ্রাহকদের রিচার্জ খরচ, মুছে ফেলা হল ৪টি কম দামের প্ল্যান

প্ল্যানগুলি কোনও FUP সীমা ছাড়াই যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং অফার করে এবং প্ল্যানের বৈধতা ২৮ দিন। 

Updated By: Jan 14, 2021, 06:35 PM IST
বাড়ল জিও গ্রাহকদের রিচার্জ খরচ, মুছে ফেলা হল ৪টি কম দামের প্ল্যান

নিজস্ব প্রতিবেদন: রিলায়েন্স জিও (Reliance Jio) চারটি জিওফোন প্ল্যান মুছে ফেলেছে- ৯৯, ১৫৩,  ২৯৭ এবং ৫৯৪ টাকার প্ল্যান। সুতরাং মধ্যবিত্তের হাতে থাকল না আর কম খরচের জিও রিচার্জ প্যাক। 

১৫৩ টাকার জিওফোনের প্ল্যানে প্রতিদিন ১.৫ জিবি ডেটা, আনলিমিটেড জিওতে জিও ভয়েস কলিং ছিল।  তবে নন-জিও মিনিট ছিল না। ২৮ দিনের জন্য প্রতিদিন ১০০ এসএমএস পাওয়া যেত। ১৫৩ টাকা জিওফোন প্ল্যানটি সরিয়ে দেওয়া নিয়ে ১৫৫ টাকার প্ল্যান নিয়ে আসা হয়েছে।  সুতরাং খরচ বাড়ল। 

৯৯ , ২৯৭ এবং ৫৯৪ টাকার জিও ফোন প্ল্যানে প্ল্যানগুলি প্রতিদিন যথাক্রমে ২৮, ৮৪ এবং ১৬৮ দিনের জন্য ০.৫GBডেটা পাওয়া যেত।  পাশাপাশি  প্ল্যান গুলিতে আনলিমিটেড জিও টু জিও ভয়েস কলিং এবং নন-জিও কলিং মিনিট অফার করা হত। 

এর বদলে চারটি নতুন জিও প্ল্যান এসেছে- ৭৫, ১২৫, ১৫৫ এবং ১৮৫ টাকা। প্রত্যেকটি  JioPhone All-in-One plans। 

জিওফোনের ৭৫ টাকার প্ল্যানে প্রতিদিন ০.৫ জিবি ডেটা, ১২৫ টাকার প্যাকে প্রতিদিন ০.৫ জিবি ডেটা, ১৫৫ টাকার প্ল্যানে প্রতিদিন ১ জিবি ডেটা পাওয়া যাবে। ১৮৫ টাকার প্ল্যানে প্রতিদিন ২ জিবি ডেটা দেওয়া হয়। প্ল্যানগুলি কোনও FUP সীমা ছাড়াই যে কোনও নেটওয়ার্কে সীমাহীন ভয়েস কলিং অফার করে এবং প্ল্যানের বৈধতা ২৮ দিন। 

Tags:
.