সাধ্যের মধ্যেই স্মার্ট টিভি! চলতি সপ্তাহেই লঞ্চ হচ্ছে Redmi TV
Redmi তাদের ট্রেন্ড বজায় রেখে টিভিগুলির দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রাখবে বলে মনে করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদন : বাজারে আসার অল্প সময়ের মধ্যেই বাজার দখল করেছে Mi স্মার্ট টিভি। এক বছরের মধ্যে ভারতের এক নম্বর স্মার্ট টিভি সংস্থা হয়ে উঠেছে Xiaomi। বাজারে চাহিদার দিকে নজর রেখেই নতুন স্মার্ট টিভি আনছে Xiaomi-এর সাব-ব্র্যান্ড Redmi। আর Redmi তাদের ট্রেন্ড বজায় রেখে টিভিগুলির দাম মধ্যবিত্তের সাধ্যের মধ্যেই রাখবে বলে মনে করা হচ্ছে।
Redmi-এর স্মার্ট টিভির বেশ কিছু ছবি প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা যাচ্ছে বেজেলহীন ঝকঝকে ডিসপ্লে থাকছে Redmi টিভিতে। বেশ কিছু টেক পোর্টালের খবর অনুযায়ী 4K আল্ট্রা হাই ডেফিনেশন ডিসপ্লে রেজোলিউশন থাকছে এই টিভিতে। ৭০ ইঞ্চি ও ৪০ ইঞ্চি, দুই সংস্করণে আসতে চলেছে Redmi টিভি। সাইজের পার্থক্য বাদ দিলে এই দুই টিভির মধ্যে বিশেষ কিছু পার্থক্য থাকবে না বলে জানা গিয়েছে।
আরও পড়ুন : ভারতীয় মহাকাশচারীদের প্রশিক্ষণ দেবে রাশিয়া, বিক্রি করবে প্রযুক্তিও
ভারতে সব থেকে কম দামে উন্নত ফিচার্স দিয়ে থাকে Xiaomi স্মার্ট টিভি। Xiaomi-এর ৪৩ ইঞ্চি স্মার্ট টিভির দাম মাত্র ২৪,৯৬৫ হাজার টাকা(ফ্লিপকার্ট)। Redmi টিভির দামও তার আশেপাশেই রাখা হবে বলে করছেন বিশেষজ্ঞরা। আগামী ২৯ অগস্ট লঞ্চ হচ্ছে Redmi টিভি।