১,০৭,৭০৬ ফুট উচ্চতা থেকে পৃথিবীর ছবি তুলল Redmi Note 7!

এটাও একটা পরীক্ষা আর এই পরীক্ষাতেও পাশ করেছে Redmi Note 7।  দেখুন সেই ভিডিয়ো...

Updated By: May 7, 2019, 12:31 PM IST
১,০৭,৭০৬ ফুট উচ্চতা থেকে পৃথিবীর ছবি তুলল Redmi Note 7!
...

নিজস্ব প্রতিবেদন: জানুয়ারি মাসে লঞ্চ হয় Xiaomi-র বাজেট স্মার্টফোন Redmi Note 7। ৪৮ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা এই ফোনের মূল আকর্ষণ! এ ছাড়াও এই ফোনে রয়েছে একাধিক আকর্ষণীয় ফিচার। কিন্তু কতটা মজবুত বা টেকসই Redmi Note 7? ক্রেতাদের তার প্রমাণ দিতে আসরে নেমেছিলেন খোদ Redmi-র সিইও লু ওয়েইবিং। ওই সময় সংস্থার প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা যায় Redmi Note 7-কে কখনও চপিং বোর্ড হিসাবে, তো কখনও আখরোট ভাঙার কাজে ব্যবহার করছেন লু ওয়েইবিং।

আও পড়ুন: ঘুমের মধ্যে যুবক গিলে ফেললেন Apple AirPod! তারপর...

সম্প্রতি প্রকাশিত একটি ভিডিয়োয় দেখা গেল, Redmi Note 7 মহাকাশে পাড়ি দিয়েছে সেখান থেকে ছবি তুলতে। এটাও একটা পরীক্ষা আর এই পরীক্ষাতেও পাশ করেছে Redmi Note 7। ভূ-পৃষ্ঠ থেকে প্রায় ৩১,০০০ মিটার (১ লক্ষ ৭ হাজার ৭০৬ ফুট) উচ্চতা থেকে পৃথিবীর ছবি তুলেছে Redmi Note 7। সম্প্রতি চিনের একটি সোশ্যাল মিডিয়ায় Xiaomi-র প্রধান লেই জুন একটি ভিডিয়ো প্রকাশ করেছেন। আর তাতেই সামনে এসেছে Redmi Note 7-এর নতুন এই কীর্তি।

দেখুন সেই ভিডিয়ো...

.