এক ধাক্কায় অনেকটাই দাম কমলো Redmi Note 5 Pro-এর!
চাহিদার কথা মাথায় রেখেই Redmi Note 5 Pro-র দু’টি ভেরিয়েন্টের দাম কমালো Xiaomi। জেনে নিন কত হল নতুন দাম...
নিজস্ব প্রতিবেদন: বর্তমানে ভারতে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে চিনা মোবাইল ফোন প্রস্তুতকারী সংস্থা Xiaomi-র স্মার্টফোন। এখনও দেশের বাজারে Redmi Note 5 Pro-র যথেষ্ট চাহিদা রয়েছে। আর এই চাহিদার কথা মাথায় রেখেই Redmi Note 5 Pro-র দু’টি ভেরিয়েন্টের দাম কমালো Xiaomi। জানা গিয়েছে, ৪ জিবি RAM ভেরিয়েন্টের দাম ১৩,৯৯৯ টাকা থেকে কমে ১২,৯৯৯ টাকা হয়ে গিয়েছে। অর্থাত্, ৪ জিবি RAM ভেরিয়েন্টের দাম ১,০০০ টাকা কমেছে। আর Redmi Note 5 Pro-র ৬ জিবি RAM ভেরিয়েন্ট পাওয়া যাচ্ছে ১৩,৯৯৯ টাকায় যা আগে ছিল ১৫,৯৯৯ টাকা। এ বার এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 5 Pro-র স্পেসিফিকেশন...
এক নজরে দেখে নেওয়া যাক Redmi Note 5 Pro-র স্পেসিফিকেশন:
Redmi Note 5 Pro-এ থাকছে, ৪-৬ জিবি RAM-সহ ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজের সুবিধা যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের ইন্টার্নাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে। ফোনটি থাকছে ১২ মেগাপিক্সেল প্রাইমারি রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেকেন্ডারি রিয়ার ক্যামেরা। সঙ্গে মিলছে ২০ মেগাপিক্সেল সেলফি ক্যামেরাও।
আরও পড়ুন: এ বার WhatsApp-এও হ্যাকার হানার আশঙ্কা! এক ক্লিকেই সর্বনাশ!
Redmi Note 5 Pro-এ থাকছে ৪,০০০ mAh ব্যাটারি। এরই সঙ্গে থাকছে ৫.৯৯ ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে। এই স্মার্টফোনে থাকছে কোয়ালকম SDM ৬৩৬ Snapdragon ৬৩৬ চিপসেট। এরই সঙ্গে থাকছে অ্যানড্রয়েড ৭.১.২ Nougat অপারেটিং সিস্টেম। ফোনটির ওজন মাত্র ১৮১ গ্রাম৷