Realme-এর হাত ধরে ভারতে লঞ্চ হল প্রথম 5G স্মার্টফোন
আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম আর স্পেফিকেশন সম্পর্কে...
![](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/styles/zm_98x58/public/2019/01/24/171263-sudip2.jpg?itok=f8x2KbO2)
![Realme-এর হাত ধরে ভারতে লঞ্চ হল প্রথম 5G স্মার্টফোন Realme-এর হাত ধরে ভারতে লঞ্চ হল প্রথম 5G স্মার্টফোন](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/02/24/236205-realme-x50-pro-5g.jpg)
নিজস্ব প্রতিবেদন: অবশেষে লঞ্চ হতে চলেছে Realme X50 Pro 5G। Realme-এর সৌজন্যে ভারতে আসতে চলেছে প্রথম 5G ফোন। করোনাভাইরাসের প্রকোপে এই ফোনের আনুষ্ঠানিক লঞ্চ বার্সেলনার MWC 2020-এর পরিবর্তে ভারতে হচ্ছে। ইতিমধ্যে ফাঁস হয়ে গিয়েছে এই ফোনের বেশ কিছু ফিচারও। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের দাম আর স্পেফিকেশন সম্পর্কে...
Realme X50 Pro 5G-এর দাম আর স্পেফিকেশন:
১) এই ফোনে থাকছে Quakacomm Snapdragon 865 চিপসেট।
২) এই ফোনে ৬.৫৭ ইঞ্চি সুপার অ্যামলয়েড হোল পাঞ্চ ডিসপ্লে রয়েছে এই ফোনে।
৩) Realme X50 Pro 5G-এতে থাকছে ১২ জিবি Ram এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৪) ছবি তোলার জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল + ১২ মেগাপিক্সেল +৮ মেগাপিক্সেল + ২ মেগাপিক্সেল ক্যামেরা।
আরও পড়ুন: ফেব্রুয়ারিতেই ৪টি ক্যামেরা, পাঞ্চ হোল ডিসপ্লে-সহ 5G স্মার্টফোন লঞ্চ করছে Vivo
৫) এই ফোনে ব্যবহার করা হয়েছে ৪৫০০ mAh-এর একটি ব্যাটারি ব্যবহার করা হয়েছে।
৬) Realme X50 Pro 5G-এর দাম পড়বে প্রায় ৫০,০০০ টাকার কাছাকাছি।