চারটি ভিন্ন মোডে পরিষ্কার হবে দাঁত, ৫ মিনিট চার্জে চলবে ২ দিন! বাজারে আসছে Realme-র স্মার্ট টুথব্রাশ

ভারতের বাজারে ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে মিলবে এই স্মার্ট টুথব্রাশ।

Updated By: Sep 4, 2020, 03:02 PM IST
চারটি ভিন্ন মোডে পরিষ্কার হবে দাঁত, ৫ মিনিট চার্জে চলবে ২ দিন! বাজারে আসছে Realme-র স্মার্ট টুথব্রাশ

নিজস্ব প্রতিবেদন: ৯০ দিনের ব্যাটারি ব্যাকআপ, উচ্চ ফ্রিকোয়েন্সির সনিক মোটর, অ্যান্টিব্যাকটিরিয়াল ব্রিস্টল সঙ্গে চারটি ভিন্ন ক্লিনিং মোড নিয়ে ভারতে এল Realme-র স্মার্ট টুথ ব্রাশ Realme M1 Sonic Electric Toothbrush । এই টুথব্রাশের ভেতরে থাকা সনিক মোটর মিনিটে কাঁপতে পারে ৩৪ হাজার বার।

ভারতের বাজারে ১০ সেপ্টেম্বর দুপুর ১২ টা থেকে মিলবে এই স্মার্ট টুথব্রাশ। দাম ১ হাজার ৯৯৯ টাকা। ফ্লিপকার্ট এবং Realme.com থেকে সংগ্রহ করা যাবে এই প্রোডাক্ট।

এক নজরে Realme M1 Sonic -এর স্পেসিফিকেশন:-

১. ৯৯.৯৯ শতাংশ ব্যাকটেরিয়া বিরোধী ক্ষমতা রয়েছে এই টুথব্রাশের। এমনটাই দাবি সংস্থার।

২. মিনিটে ৩৪ হাজার বার মোটরটি কাঁপলেও খুব বেশি শব্দ হয় না।

৩. ১০ ডিগ্রি সুইং হওয়ার ফলে মাড়ির কোণের দিকেও পরিষ্কার করতে সক্ষম।

৪. সাড়ে ৪ ঘণ্টা লাগে সম্পূর্ণ চার্জ হতে। চলতে পারে ৯০ দিন। ৫ মিনিট চার্জ করলেই চলবে ২ দিন, এমনটাই দাবি সংস্থার।

৫. দাঁতের প্রকার অনুযায়ী পরিবর্তন করা যাবে মোড। মিলবে নীল ও সাদা দুই রঙে।

আরও পড়ুন: লাগবে না লাইসেন্স, মাত্র ৭ টাকার বিদ্যুৎ খরচে এই বাইক ছুটবে ১০০ কিলোমিটার!

.