জিও-র থেকে অনেক কম খরচে আনলিমিটেড ডেটা-কলিং পরিষেবা!
Updated By: Aug 11, 2017, 11:19 AM IST
ওয়েব ডেস্ক: একের পর এক নতুন পরিষেবা নিয়ে এসে গ্রাহকদের খুশি করার প্রচেষ্টায় রিলায়েন্স জিও । জিও –র সঙ্গে প্রতিযোগিতায় পাল্লা দিতে তাই অন্যান্য সার্ভিস প্রোভাইডররাও নিয়ে আসছে চমকদার সমস্ত অফার । পিছিয়ে থাকতে চাইছে না কেউই।
মুকেশ আম্বানির রিলায়েন্স জিওকে টেক্কা দিতে এবার ময়দানে নতুন অফার নিয়ে হাজির অনিল আম্বানির রিলায়েন্স কমিউনিকেশন । ২৯৯ টাকার রেন্টাল প্যাকে রিলায়েন্স কমিউনিকেশন গ্রাহকদের দিচ্ছে আনলিমিটেড ডেটা , কলিং এবং টেক্সট পরিষেবা। goo.gl/6mUU0g এই লিঙ্কটিতে ক্লিক করে আপনি অফারটি কিনতে পারবেন।
এছাড়াও, ৫১৯৯ টাকার একটি নতুন প্ল্যান নিয়ে এসেছে রিলায়েন্স কমিউনিকেশন । এই অফারে এক বছর প্রত্যেকদিন ১ জিবি করে ৪জি ডেটা পাবেন গ্রাহকেরা।