ফের ফ্ল্যাশ সেলে দেদার বিকোচ্ছে Poco X2

আসুন জেনে নেওয়া যাক এর ফিচারগুলো সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 3, 2020, 02:31 PM IST
ফের ফ্ল্যাশ সেলে দেদার বিকোচ্ছে Poco X2

নিজস্ব প্রতিবেদন: ১১ ফেব্রুয়ারি ভারতে এই ফোন বিক্রি শুরু হয়েছিল। ইতিমধ্যেই তিনটি ফ্ল্যাশ সেলে এই ফোনের স্টক মুহূর্তে ফুরিয়ে গিয়েছিল। মঙ্গলবার শুরু হয়েছে Poco X2-এর চতুর্থ ফ্ল্যাশ সেল। ২০১৮ সালে বাজারে এসেছিল Poco-র প্রথম স্মার্টফোন Poco F1। পাঞ্চ হোল ডিসপ্লে-সহ উন্নতমানের ক্যামেরা নিয়ে আসতে চলেছে Poco X2। আসুন জেনে নেওয়া যাক এর ফিচারগুলো সম্পর্কে.....

Poco X2-এর স্পেসিফিকেশন আর দাম:

১) এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চি ডিসপ্লে। ১২০Hz রিফ্রেশ রেটের এই ডিসপ্লেতে থাকছে হোল-পাঞ্চ ডিজাইন।

২) ফোনের ভিতরে রয়েছে Snapdragon 730G চিপসেট।

৩) এই ফোনে থাকছে Android v10 (Q) অপারেটিং সিস্টেম।

৪) ৮ জিবি RAM থাকছে ও ২৫৬ জিবি পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ থাকছে এই ফোনে।

৫) ছবি তোলার জন্য থাকছে চারটি ক্যামেরা। ৬৪ মেগাপিক্সেল ( Sony IMX 686 প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেলে ( ওয়াইড অ্যাঙ্গেল সেন্সার) + ৫ মেগাপিক্সেল (ম্যাক্রো সেন্সার) + ২ মেগাপিক্সেল (ডেপথ সেন্সার) কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। Poco X2-র ডুয়াল সেলফি ক্যামেরায় ২০ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর থাকবে। সঙ্গে থাকবে একটি ২ মেগাপিক্সেল ডেপথ সেন্সর।

৬) এই ফোনে থাকছে ৪,৫০০ mAh-এর ব্যাটারি।

৭) কানেক্টিভিটির জন্য এই ফোনে রয়েছে ৪G VoLTE, Wi-Fi ৮০২.১১ ac, Bluetooth, GPS/ A-GPS, USB Type-C ও ৩.৫ মিমি অডিও জ্যাক।

আরও পড়ুন: Aadhaar-এর সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করা নেই? লিঙ্ক করে নিন বাড়িতে বসেই

৮) এছাড়া থাকছে ২৭W ফাস্ট চার্জ সাপোর্ট। ফোনের পিছনে থাকছে গ্রেডিয়েন্ট ফিনিশ।

৯) দাম শুরু হচ্ছে ১৫,৯৯৯টাকা থেকে। ৬GB RAM + ৬৪GB স্টোরেজে Poco X2-র দাম ১৫,৯৯৯ টাকা। ৬ জিবি RAM + ১২৮ জিবি স্টোরেজ ও ৮ জিবি RAM + ২৫৬ জিবি স্টোরেজে এই ফোন কিনতে দাম পড়বে যথাক্রমে ১৬,৯৯৯ টাকা ও ১৯,৯৯৯ টাকা।

.