৪৪ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা-সহ আজ ভারতে লঞ্চ করল Oppo Reno 3 Pro

দেখে নিন Oppo Reno 3 Pro-এর স্পেসিফিকেশন আর দাম...

Edited By: সুদীপ দে | Updated By: Mar 2, 2020, 04:23 PM IST
৪৪ মেগাপিক্সেল ডুয়াল সেলফি ক্যামেরা-সহ আজ ভারতে লঞ্চ করল Oppo Reno 3 Pro

নিজস্ব প্রতিবেদন: দুর্দান্ত কিছু ফিচার নিয়ে ২ মার্চ, সোমবার দিল্লিতে একটি ইভেন্টে লঞ্চ করল Oppo Reno 3 Pro। গত বছর ডিসেম্বরেই চিনে লঞ্চ করে গিয়েছে এই ফোনটি। চিনে এই ফোনে ৪৮ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবহার হয়েছিল। ভারতে Oppo Reno 3 Pro-এ লঞ্চ হল ৬৪ মেগাপিক্সেল ক্যামেরায়। দেখে নিন Oppo Reno 3 Pro-এর স্পেসিফিকেশন আর দাম...

Oppo Reno 3 Pro-এর স্পেসিফিকেশন আর দাম:

এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চি কার্ভড 90Hz ডিসপ্লে।

ফোনের ভেতরে থাকছে MediaTek Helio P95 চিপসেট, ৮ জিবি RAM, ১২৮/২৫৬ জিবি স্টোরেজ।

এতে থাকছে মোট ৬টি ক্যামেরা। এর মধ্যে চারটি রিয়ার ক্যামেরা আর সামনে হোল-পাঞ্চ ডিসপ্লের নিচে থাকছে ডুয়াল সেলফি ক্যামেরা। রিয়ার ক্যামেরার প্রাইমারি সেন্সরটি ৬৪ মেগাপিক্সেলের। এই ক্যামেরায় থাকছে অপটিকাল ও ইলেকট্রনিক ইমেজ স্টেবিলাইজেশন। এর সঙ্গেই থাকছে ৮, ১৩, ২ মেগাপিক্সেল ক্যামেরা। যার মধ্যে থাকছে টেলি-ফটো ক্যামেরা, ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা ও মোনোক্রোম সেন্সর। এই ফোনে রয়েছে থাকছে ৪৪ মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর সেলফি ক্যামেরা।

আরও পড়ুন: আনলিমিটেড ভয়েস কল বন্ধ হচ্ছে Vodafone-এ; অন্তত ৭ গুণ বাড়ছে ডেটার দাম!

চিনে এই ফোন 5G-সহ লঞ্চ করলেও ভারতে এই ফোন লঞ্চ করবে 4G ভেরিয়েন্টে।

১২৮ জিবি স্টোরেজে Oppo Reno 3 Pro-র দাম ২৯,৯৯০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজের দাম ৩২,৯৯০ টাকা।

.