গুগল নয়, খবরের মূল উত্স এখন ফেসবুক
নিউজ ওয়েবসাইটে ট্রাফিক আনতে গুগলের থেকেও বেশি কার্যকর ফেসবুক। শুধু খবর পাওয়ার ক্ষেত্রেই নয়, ট্রাফিক আনতে ফেসবুক বা টুইটারে লিঙ্ক শেয়ার করাও এখন অপরিহার্য। বলছে পারসে.লি সমীক্ষার ফল।
ওয়েব ডেস্ক: নিউজ ওয়েবসাইটে ট্রাফিক আনতে গুগলের থেকেও বেশি কার্যকর ফেসবুক। শুধু খবর পাওয়ার ক্ষেত্রেই নয়, ট্রাফিক আনতে ফেসবুক বা টুইটারে লিঙ্ক শেয়ার করাও এখন অপরিহার্য। বলছে পারসে.লি সমীক্ষার ফল।
পারসে.লি'র টেকনিক্যাল অফিসার অ্যান্ড্রু মন্টালেন্টি ফরচুন ম্যাগাজিনকে জানান, পারসে.লি' মিডিয়া সাইটে ৪৩ শতাংশ ট্রাফিক আসে সোশ্যাল মিডিয়া থেকে। গুগল থেকে আসে মাত্র ৩৮ শতাংশ। তবে এই প্রথম নয়। গত বছর অক্টোবর মাসেও ট্রাফিক আনার ব্যাপারে গুগলকে ছাপিয়ে গিয়েছিল ফেসবুক। তবে এইবার আগের রেকর্ড ভেঙে দিয়েছে ফেসবুক। এই ব্যাপারে ফেসবুকের থেকে পিছিয়ে রয়েছে টুইটারও। কারণ, এক্ষেত্রে ফেসবুক ও টুইটারের অপারেটিং সিস্টেমটাই আলাদা।