‘সুনীল মিত্তল আমার শত্রু নন, বন্ধু’, বললেন মুকেশ আম্বানি

মাঝেমাঝেই মাথা ঠোকাঠুকি করতে দেখা যায় দুই টেলিকম কোম্পানিকে। প্রতিযোগিতার বাজারে কখনও এ বলে আমায় দেখ তো কখনও ও বলে আমায়। কিন্তু গ্রাহক সংখ্যা হোক কিংবা ডেটা অফার, কেউ কাউকে এক চিলতেও জমি ছাড়তে রাজি নয়।

Updated By: Dec 1, 2017, 07:13 PM IST
‘সুনীল মিত্তল আমার শত্রু নন, বন্ধু’, বললেন মুকেশ আম্বানি

নিজস্ব প্রতিবেদন: রিলায়েন্স জিও এবং ভারতী এয়ারটেল, মাঝেমাঝেই মাথা ঠোকাঠুকি করতে দেখা যায় দুই টেলিকম কোম্পানিকে। প্রতিযোগিতার বাজারে কখনও এ বলে আমায় দেখ তো কখনও ও বলে আমায়। কিন্তু গ্রাহক সংখ্যা হোক কিংবা ডেটা অফার, কেউ কাউকে এক চিলতেও জমি ছাড়তে রাজি নয়। যদিও ব্যক্তিগত জীবনে খুব ভাল বন্ধু জিওর কর্ণধার ও এয়ারটেলের মালিক সুনীল মিত্তল। সম্প্রতি এক সাক্ষাত্‌কারে জিও কর্ণধার মুকেশ আম্বানি অন্তত এমনটাই জানিয়েছেন।

আরও পড়ুন : দারুণ অফার! কম খরচে রোজ ১ জিবি ডেটা দিচ্ছে এয়ারটেল

কয়েকদিন আগেই এয়ারটেল চেয়ারম্যান সুনীল মিত্তল মন্তব্য করেন, জিওর কারণে ৫০০ কোটি ডলার ক্ষতি হয়েছে বাকি টেলিকম কোম্পানিগুলির। এই প্রসঙ্গে মুকেশ আম্বানি বলেন, ‘সুনীল আমার শত্রু নয়, বরং বন্ধু। আমার মনে হয়, ও যে কথাগুলো বলেছে, তার প্রেক্ষিত আলাদা। তার আগে একটা বিষয় পরিষ্কার করা দরকার। সমস্ত শিল্পের মতো আমাদের ইন্ডাস্ট্রিতেও লাভ-ক্ষতি রয়েছে। প্রত্যেকেই লাভ করতে চায়। এতে কোনও অপরাধ নেই।’

তিনি আরও বলেন, ‘আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হল, আমরা কি সত্যিই দেশকে এগিয়ে নিয়ে যেতে পারছি? আর তার ফলে গ্রাহকদের সত্যিই কোনও লাভ হচ্ছে? তার মধ্যে লাভ-ক্ষতি দুইই থাকবে।’

আরও পড়ুন : ভোডাফোনে আধার লিঙ্কিং, সিম আপগ্রেড করা এবার আরও সহজ

.