আত্মপ্রকাশ করল মাইক্রোসটের দুটি নয়া স্মার্ট ফোন, Lumia 640 ও Lumia 640 XL
আত্মপ্রকাশ করল মাইক্রোসফটের স্মার্টফোনের নয়া দুই অবতার, Lumia 640 ও Lumia 640 XL। ভারতের মত উন্নয়নশীল দেশগুলিতে যেখানে স্মার্টফোনের বাজার ক্রমবর্ধমান মূলত সেই দেশগুলির বাজার ধরতে পকেট ফ্রেন্ডলি এই স্মার্টফোন নিয়ে এল মাইক্রোসফট।
ওয়েব ডেস্ক: আত্মপ্রকাশ করল মাইক্রোসফটের স্মার্টফোনের নয়া দুই অবতার, Lumia 640 ও Lumia 640 XL। ভারতের মত উন্নয়নশীল দেশগুলিতে যেখানে স্মার্টফোনের বাজার ক্রমবর্ধমান মূলত সেই দেশগুলির বাজার ধরতে পকেট ফ্রেন্ডলি এই স্মার্টফোন নিয়ে এল মাইক্রোসফট।
চলতি মাস থেকেই বিশ্ববাজারে কিনতে পারা যাবে Lumia 640 XL। Lumia 640-কে মুঠোবন্দি করতে অপেক্ষা করতে হবে এপ্রিল পর্যন্ত। দুটি ফোনেই সিঙ্গল সিম ও ডুয়েল সিমের সুবিধা পাওয়া যাবে। দুটি ফোনই 3G ও 4G পরিষেবা দিতে সক্ষম।
Lumia 640-এর 3G মডেলের দাম ৯,৭০০ টাকার আশেপাশে থাকবে। এলটিই মডেলের জন্য খরচ করতে হবে মোটামুটি ১১ হাজার টাকা।
অন্যদিকে, Lumia 640 X-এর 3G মডেলটির দাম ১৩ হাজারের আশেপাশে ঘোরাফেরা করবে। এলটিই মডেলটির দাম পড়বে প্রায় ১৫ হাজার ২০০ টাকা।
এই বছরের শেষে উইনড্রোজ টেন বাজারে এসে গেলে এই দুটি মোবাইলের অপরেটিং সিস্টেমকেই উইনড্রোজ টেনে আপগ্রেড করা যাবে।
এই দুটি স্মার্টফোনে মাইক্রোসফট অফিসের যাবতীয় সুবিধা আছে।
লুমিয়া ৬৪০-এর ফিচার্স:
5-inch HD display
1.2GHz quad core Qualcomm Snapdragon processor
Windows Phone 8.1 with Lumia Denim operating system
8 MP rear and 1 MP front facing cameras (30 GB free OneDrive and micro SD support up to 128 GB)
2,500 mAh battery
লুমিয়া ৬৪০ এক্সএল-এ এই সুবিধাগুলির সঙ্গেই থাকছে
5.7-inch display
13 MP rear and 5 MP front cameras
3,000 mAh battery