অফিস ২০১৬ অ্যাপ লঞ্চ করল মাইক্রোসফট
অফিস ২০১৬ লঞ্চ করল মাইক্রোসফট কর্প। মঙ্গলবার মাইক্রোসফটের পক্ষে তাদের নতুনতম সংস্করণ অফিস ৩৬৫ লঞ্চ করার কথা ঘোষণা করা হয়।
Updated By: Sep 22, 2015, 05:10 PM IST
ওয়েব ডেস্ক: অফিস ২০১৬ লঞ্চ করল মাইক্রোসফট কর্প। মঙ্গলবার মাইক্রোসফটের পক্ষে তাদের নতুনতম সংস্করণ অফিস ৩৬৫ লঞ্চ করার কথা ঘোষণা করা হয়।
মাইক্রোসফটের অফিস ২০১৬তে রয়েছে উইন্ডোজের জন্য ওয়ার্ড, পাওয়ারপয়েন্ট, এক্সেল, আউটলুক ও অ্যাক্সেস সহ ডেস্কটপ অ্যাপ। চলতি বছরের জুলাই মাসেই ল্যাপটপ, ডেস্কটপ ও স্মার্টফোনের জন্য নিজেদের বহপ্রতীক্ষিত উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম লঞ্চ করে মাইক্রোসফট।
মোট ৪০টি ভাষায় পাওয়া যাবে অফিস ২০১৬ অ্যাপ। উইন্ডোজ ৭ বা তার উপরের ভার্সনগুলিতে ব্যবহার করা যাবে এই অ্যাপ। মঙ্গলবার থেকে অফিস ৩৬৫ সাবস্ক্রাইবাররা অফিস ২০১৬ ডাউনলোড করতে পারবেন।