অনেক কম দামে নতুন আল্ট্রা ৪জি ফোন মাইক্রোম্যাক্সের

Updated By: Oct 24, 2017, 01:40 PM IST
অনেক কম দামে নতুন আল্ট্রা ৪জি ফোন মাইক্রোম্যাক্সের

নিজস্ব প্রতিবেদন: রিলায়েন্স জিওকে টেক্কা দিতে এর আগে বিএসএনএল-এর সঙ্গে যুক্ত হয়ে ৪জি ফিচার ফোন ভারত ১ নিয়ে আসার কথা জানিয়েছিল মাইক্রোম্যাক্স। এবার ভোডাফোনের সঙ্গে যুক্ত হয়ে নতুন ৪জি ফোন লঞ্চ করছে মাইক্রোম্যাক্স। নভেম্বরে লঞ্চ করবে মাইক্রোম্যাক্সের নতুন ভারত ২ আল্ট্রা ৪জি ফোনটি।

মাইক্রোম্যাক্স ভারত ১ vs রিলায়েন্স জিও ফোন, জানুন তুলনায় কে এগিয়ে কে পিছিয়ে

এবার এক ঝলকে জেনে নিন, কী কী ফিচার্স রয়েছে মাইক্রোম্যাক্সের ভারত ২ আল্ট্রা ৪জি ফোনটিতে -
১) ৪ ইঞ্চি WVGA ডিসপ্লে।
২) 512 MB RAM।
৩) ৪ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৪) ২ মেগাপিক্সেল রেয়ার ক্যামেরা।
৫) VGA ফ্রন্ট ক্যামেরা।
৬) অ্যান্ড্রয়েড ৬.০ মার্শমেলো।
৭) ফোনটির দাম ৯৯৯ টাকা।

গুগলের চ্যালেঞ্জ জিততে পারলেই পাবেন ৬৫ হাজার টাকা!

.