৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল LG-এর 5G স্মার্টফোন V60 ThinQ

আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 27, 2020, 02:01 PM IST
৬৪ মেগাপিক্সেল ক্যামেরা-সহ লঞ্চ হল LG-এর 5G স্মার্টফোন V60 ThinQ

নিজস্ব প্রতিবেদন: সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে লঞ্চ হল LG V60 ThinQ 5G। অত্যাধুনিক ডিসপ্লের এই ফোনে ব্যবহারকারীরা পাবেন 5G পরিবেষবা। বেশ উচ্চ মানের ব্যটারি ব্যবহার করা হচ্ছে। আসুন জেনে নেওয়া যাক এই ফোনের স্পেসিফিকেশন আর দাম সম্পর্কে...

LG V60 ThinQ 5G-এর স্পেসিফিকেশন আর দাম:

১) ৬.৮ ইঞ্চি এফএইচডি প্লাস ওয়াটারড্রপ নচ  ডিসপ্লে থাকছে এই ফোনে।

২) LG V60-এ চলবে Android 10 অপারেটিং সিস্টেম।

৩) Qualcomm Snapdragon 865 প্রসেসর রয়েছে LG-এর এই ভার্সনে।

৪) এই ফোনের  থাকবে ৮ জিবি RAM এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ।

৫) এই ফোনে ৫,০০০ mAh-এর ব্যাটারি ব্যবহার করা হয়েছে।

আরও পড়ুন: নাইট ফটোগ্রাফির জন্য স্মার্ট ক্যামেরা-সহ বাজার কাঁপাতে আসছে Oppo Reno 3 Pro!

৬) ছবি তোলার জন্য থাকছে ৬৪ মেগাপিক্সেল ও  ১৩ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সর)। সেলফি তোলার জন্য ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকতে পারে। এছাড়াও 8K ভিডিও করার সুবিধা পাওয়া যাবে।

৭) ফোনটির দাম সম্পর্কে কোনও তথ্য পাওয়া যায়নি।

৮) আপাতত নীল ও সাদা দুটি রঙের ভ্যারিয়েন্টে পাওয়া যাবে এই ফোন।

.