২৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করছে Xiaomi-এর নতুন হেডফোন
Xiaomi-র দাবি হেড ফোনে থাকছে দুর্দান্ত কোয়ালিটির সাউন্ড।
Updated By: Feb 22, 2020, 03:34 PM IST
চিনের বেজিংয়ের কোম্পানি Xiaomi- নিয়ে আসছে নতুন হেডফোন। ২৫ ফেব্রুয়ারি ভারতে লঞ্চ করবে এই হেডফোন। কিন্তু হেডফোন সম্পর্কে কোনও রকম তথ্য় এখনও প্রকাশ করা হয়েনি। গত বছরই অনেক রকম অডিও প্রোডাক্ট নিয়ে এসেছিল Xiaomi।
সম্প্রতি কোম্পানি তাদের নিজস্ব অফিশিয়াল ট্য়ুইটারে এই নতুন হেডফোনের একটি টিজার ভিডিও প্রকাশ করেছে। মাত্র ১০ সেকেন্ডের এই ভিডিওতে দেখা গিয়েছে...
ডুয়াল ডাইনামিক অডিও ড্রাইভার থাকছে এই হেডফোনে।
Xiaomi-র দাবি হেড ফোনে থাকছে দুর্দান্ত কোয়ালিটির সাউন্ড।
নতুন হেডফোনে থাকছে ব্রেইডেড কেবেল।
এর সঙ্গে আরও থাকছে ১১.২ মিমি ড্রাইভার