বাজারে আসার আগেই ফাঁস উইনডোজ টেন লুমিয়া

সরকারিভাবে মাইক্রোসফ্ট মোবাইলে উইনডোজ টেন আনছে এখনও জানা যায়নি। আর তার মধ্যেই ফাঁস হয়ে গেল লুমিয়া উইনডোজ টেন মোবাইল লুকস। দেড় মাস আগে উইনডোজ টেন অপারেটিং সিস্টেম প্রকাশ পায়। এক্সপি, উইনডোজ সেভেনের পর বাজারে ভাল নাম করছে উইনডোজ টেন।

Updated By: Aug 31, 2015, 11:45 AM IST

ওয়েব ডেস্ক: সরকারিভাবে মাইক্রোসফ্ট মোবাইলে উইনডোজ টেন আনছে এখনও জানা যায়নি। আর তার মধ্যেই ফাঁস হয়ে গেল লুমিয়া উইনডোজ টেন মোবাইল লুকস। দেড় মাস আগে উইনডোজ টেন অপারেটিং সিস্টেম প্রকাশ পায়। এক্সপি, উইনডোজ সেভেনের পর বাজারে ভাল নাম করছে উইনডোজ টেন।

টেক এক্সপার্ট ইভান ব্লাসের টুইটারে প্রকাশ পায় উইনডোজ টেন মোবাইল ছবি। তারপর সোশাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। তবে উইনডোজ টেন যুক্ত লুমিয়া ফোনে নতুনত্ব কী রয়েছে এখনও পর্যন্ত জানা যায়নি। টেকনোলজি বিশেষজ্ঞদের মতে লুমিয়া ৯৫০ ও লুমিয়া ৯৫০ এক্সএলের মতোই বিশেষত্ব থাকবে উইনডোজ টেন লুমিয়া মোবাইলে।

.