জানুন কীভাবে আগে থেকে বুকিং করবেন জিও ফোনের
Updated By: Jul 22, 2017, 01:30 PM IST
ওয়েব ডেস্ক: ২১ জুলাই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৪০তম বার্ষিক সাধারণ বৈঠক ছিল। আর সেই বৈঠকে বড় ঘোষণা করলেন রিলায়েন্স কর্ণধার মুকেশ আম্বানি । ৪জি ফিচার ফোনের ঘোষণা করলেন। তাও আবার বিনামূল্যে। ২৪ আগস্ট থেকে সেই ফোনের বুকিং শুরু হবে। যত আগে বুকিং করবেন, তত তাড়াতাড়ি হাতে পাবেন। কীভাবে বুকিং করবেন? জেনে নিন-
১) রিলায়েন্স কোম্পানির ওয়েবসাইটে গিয়ে বুকিং করতে পারবেন।
২) সারাদেশের রিলায়েন্স ডিজিট্যাল স্টোরগুলি থেকে বুকিং করতে পারবেন।
৩) MyJio app থেকেও বুকিং করতে পারবেন।
মনে রাখবেন, ২৪ আগস্টের আগে কোনও বুকিং নেওয়া হবে না। ওই তারিখের পর থেকেই বুকিং অপশন পাবেন।