এবার ব্যাঙ্ক খুলল Jio, দেখে নিন মিলবে কী কী সুবিধা

বাজারে পেইমেন্টস ব্যাঙ্কিং ক্ষেত্রে আগেই পা রেখেছে এয়ারটেল - পেটিএমের মতো সংস্থা। তাই শুরুতে তাদের সঙ্গেই টক্কর জিওর। ২০১৬ সালে দেশে প্রথম পেইমেন্ট ব্যাঙ্ক শুরু করে এয়ারটেল। এর পর ময়দানে নামে পেটিএম

Updated By: Apr 4, 2018, 11:18 AM IST
এবার ব্যাঙ্ক খুলল Jio, দেখে নিন মিলবে কী কী সুবিধা

ওয়েব ডেস্ক: দেশে ডেটা বিপ্লব ঘটানোর পর এবার ব্যাঙ্ক খুলল রিলায়েন্স জিও। মঙ্গলবার থেকে চালু হয়েছে জিও পেইমেন্টস ব্যাঙ্ক। ২০১৫ সালে পেইমেন্টস ব্যাঙ্ক চালুর জন্য রিজার্ভ ব্যাঙ্কের কাছে আবেদন জানিয়েছিল ১১টি সংস্থা। তার মধ্যে অন্যতম জিও। আরবিআই-এর তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে চালু হয়েছে জিও পেইমেন্টস ব্যাঙ্ক। 

বাজারে পেইমেন্টস ব্যাঙ্কিং ক্ষেত্রে আগেই পা রেখেছে এয়ারটেল - পেটিএমের মতো সংস্থা। তাই শুরুতে তাদের সঙ্গেই টক্কর জিওর। ২০১৬ সালে দেশে প্রথম পেইমেন্ট ব্যাঙ্ক শুরু করে এয়ারটেল। এর পর ময়দানে নামে পেটিএম। 

নোকিয়া ১ কিনলেই জিও-র দুর্দান্ত অফার

ফ্রি ভয়েস কল ও সস্তা ডেটার দৌলতে মাত্র দেড় বছরেই দেশের বৃহত্তম মোবাইল নেটওয়ার্ক হয়ে উঠেছে জিও। বর্তমানে তাদের গ্রাহকসংখ্যা ১২ কোটির বেশি। এরই মধ্যে প্রাইম মেম্বারশিপের বৈধতা ১ বছর বাড়িয়ে দিয়েছে জিও। ফলে দেরিতে মাঠে নামলেও অনেকটাই এগিয়ে রয়েছে তারা। 

 

কী কী সুবিধা মিলবে

  • পেইমেন্টস ব্যাঙ্কে যে কেউ খুলতে পারবেন সেভিংস অ্যাকাউন্ট। 
  • ১ লক্ষ টাকা পর্যন্ত জমা রাখা যাবে এই অ্যাকাউন্টে।
  • ডেবিট কার্ড পাবেন অ্যাকাউন্টধারীরা
  • এই ব্যাঙ্ক থেকে মিউচুয়াল ফান্ড বা বিমা কিনতে পারবেন গ্রাহকরা। 

ব্যবসায়ীদের মিলবে সুবিধা

  • ছোট ব্যবসায়ীদের বিশেষ সুবিধা হবে এই ব্যাঙ্ক থেকে।
  • ৫-৬ জন কর্মচারী রয়েছে এমন সংস্থা পেইমেন্টস ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খুলতে পারবে।
  • পেইমেন্টস ব্যাঙ্কের যাবতীয় কাজ করা যাবে মোবাইল ফোনেই। ফলে বার বার ব্যাঙ্কে যেতে হবে না। 

কী ভাবে খুলবেন অ্যাকাউন্ট

  • প্রথমে জিও পেইমেন্ট ব্যাঙ্ক ডাউনলোড করে ফোনে ইন্সটল করুন। 
  • এর পর জিও নম্বর দিয়ে সাইন ইন করুন।
  • ডেবিট কার্ড চাইলে সঠিক ঠিকানা দিন।
  • আপনার দেওয়া তথ্য খতিয়ে দেখতে ওই ঠিকানায় আসবেন ব্যাঙ্কের প্রতিনিধি। 
  • জিও পেইমেন্ট ব্যাঙ্কের অথোরাইজেশন সেন্টারে গিয়েও ভেরিফিকেশন করাতে পারেন। 

 

   

.