ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ব্রাউজার আনল Jio

নতুন ‘Jio Browser App’-এর সাইজ মাত্র ৪.৮ এমবি। ইতিমধ্যেই প্লে স্টোর থেকে ১০ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

Updated By: Jan 9, 2019, 02:40 PM IST
ভারতের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন ব্রাউজার আনল Jio

নিজস্ব প্রতিবেদন: ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যার বিচারে বিশ্বের দ্বিতীয় শীর্ষ স্থানে রয়েছে ভারত। আন্তর্জাতিক গবেষণা প্রতিষ্ঠান ‘ফরেস্টার রিসার্চ’-এর তথ্য অনুযায়ী, বর্তমানে ভারতের প্রায় ৪৮ কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করেন। আর তাই শুধুমাত্র ভারতীয় ব্যবহারকারীদের জন্য নতুন একটি ইন্টারনেট ব্রাউজার নিয়ে এল Jio। Jio-র পক্ষ থেকে জানানো হয়েছে, আপাতত শুধুমাত্র অ্যান্ড্রয়েড মোবাইল ফোনগুলিতেই এই Jio ব্রাউজার ব্যবহার করা যাবে।

অন্যান্য নেটওয়ার্কের গ্রাহকরাও Jio ব্রাউজার ব্যবহার করে ইন্টারনেট ব্রাউজ করতে পারবেন। আটটি আলাদা ভাষায় Jio ব্রাউজার ব্যবহার করা যাবে। বাংলা, হিন্দি, গুজরাতি, মরাঠি, মালয়লম, তামিল, তেলুগু, কন্নড় ভাষাতে এই ব্রাউজার ব্যবহার করা যাবে। নতুন ‘Jio Browser App’-এর সাইজ মাত্র ৪.৮ এমবি। ইতিমধ্যেই প্লে স্টোর থেকে ১০ লক্ষের বেশি ডাউনলোড হয়েছে এই অ্যাপ।

আরও পড়ুন: এ বার WhatsApp খুলতে গেলেও লাগবে ‘ফিঙ্গারপ্রিন্ট’!

অন্যান্য সব ব্রাউজারের মতোই Jio ব্রাউজারেও থাকছে বুকমার্ক, ভয়েস সার্চ-এর মতো একাধিক ফিচার। তবে IOS প্ল্যাটফর্মে বা আই ফোনে এই ব্রাউজার কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি।

.