ফের নতুন একটি পরিষেবা নিয়ে আসছে জিও

ফের একটি নতুন পরিষেবা নিয়ে আসছে জিও। ১Gbps স্পিডে ব্রডব্যান্ড সার্ভিস। চলছে শেষ মুহূর্তে পরীক্ষানিরীক্ষা। শোনা যাচ্ছে, জিওর এই ব্রডব্যান্ড সার্ভিস পেতে রাউটার কেনা ও ইনস্টলেশন খরচ পড়বে ৪৫০০ টাকা। পরীক্ষাস্তরে জিও ব্রডব্যান্ডে স্পিড পাওয়া যাচ্ছে ১০০Mbps।

Updated By: Jan 14, 2017, 12:24 PM IST
ফের নতুন একটি পরিষেবা নিয়ে আসছে জিও

ওয়েব ডেস্ক : ফের একটি নতুন পরিষেবা নিয়ে আসছে জিও। ১Gbps স্পিডে ব্রডব্যান্ড সার্ভিস। চলছে শেষ মুহূর্তে পরীক্ষানিরীক্ষা। শোনা যাচ্ছে, জিওর এই ব্রডব্যান্ড সার্ভিস পেতে রাউটার কেনা ও ইনস্টলেশন খরচ পড়বে ৪৫০০ টাকা। পরীক্ষাস্তরে জিও ব্রডব্যান্ডে স্পিড পাওয়া যাচ্ছে ১০০Mbps।

ধামাকার পর ধামাক দিতে জিও-র জুড়ি মেলা ভার। শুরু হয়েছে 'ওয়েলকাম অফার'। জলের দরে ডেটা। বিনামূল্যে পরিষেবা। এই দুই মন্ত্রে ভিত্তি করে দেশের টেলিকম বাজার এখন কার্যত জিওর কবজায়। 'ওয়েলকাম অফারে' ব্যাপক সাড়া মেলার পর নতু বছরের শুরু থেকেই গ্রাহকদের জন্য জিওর উপহার 'হ্যাপি নিউ ইয়ার অফার'। এমনকী সবার হাতে হাতে জিও পৌঁছে দিতে শোনা যাচ্ছে জিও এবার ১৫০০ টাকায় স্মার্টফোনও নিয়ে আসতে চলেছে।

আরও পড়ুন, ১,৫০০ টাকার ফোনেও চলবে জিও, রিলায়েন্স আনবে নতুন ফিচার

.