করাতে হবে না রিচার্জ, ১ জিবির বদলে এবার থেকে দিনে ১.৫ জিবি ডেটা দেবে জিও

এই অফারে ১ জিবির প্ল্যানে মিলবে ১.৫ জিবি ডেটা। ১.৫ জিবি প্যাকে ২ জিবি ডেটা। সূত্রের খবর, ২৬ জানুয়ারি রাত ১২টা থেকে লাগু হবে এই প্যাক। 

Updated By: Jan 23, 2018, 08:33 PM IST
করাতে হবে না রিচার্জ, ১ জিবির বদলে এবার থেকে দিনে ১.৫ জিবি ডেটা দেবে জিও

নিজস্ব প্রতিবেদন: প্রজাতন্ত্র দিবসের আগে জ্যাকপট পেতে চলেছেন জিওর গ্রাহকরা। এবার ১৪৯ টাকা বা তার বেশি মূল্যের প্যাকে ৫০ শতাংশ বেশি ডেটা পাবেন গ্রাহকরা। ইতিমধ্যে যাঁরা রিচার্জ করিয়েছেন তাঁরাও পাবেন এই সুবিধা। 

ইংরাজি নববর্ষের শুরুতেই ডেটা প্যাকে বাড়তি ডেটা দেওয়ার ঘোষণা করে জিও। হ্যাপি নিউ ইয়ার ২০১৮ অফারে এই সুবিধা মিলছিল নতুন করে রিচার্জ করানোর পরেই। এবার সেই সুবিধা পাবেন আগে থেকে যাদের রিচার্জ করানো ছিল তাঁরাও।

এই অফারে ১ জিবির প্ল্যানে মিলবে ১.৫ জিবি ডেটা। ১.৫ জিবি প্যাকে ২ জিবি ডেটা। সূত্রের খবর, ২৬ জানুয়ারি রাত ১২টা থেকে লাগু হবে এই প্যাক। 

আরও পড়ুন - অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান সেল, ৮ হাজার টাকা পর্যন্ত ছাড় স্মার্টফোনে

এর ফলে জিওর ১ জিবি ডেটার আর কোনও প্ল্যান রইল না। ৯৮ টাকার প্ল্যানেও বাড়তি সুবিধা দিয়েছে জিও। ১৪ দিনের বদলে এই প্যাকে এবার থেকে ২৮ দিন চালু থাকবে। 
 

.