আপনি কি এভাবে পর্ন দেখেন? তাহলে...

অনেকেই ভাবেন এভাবে পর্ন দেখলে কোনও ক্ষতি হবে না। কেউ জানতেও পারবে না। আর তাই ব্রাউজারের ইনকগনিটো মোডে অনেকেই লুকিয়ে-চুরিয়ে নীল ছবি দেখে থাকেন। কিন্তু, এটা একদমই ভুল ধারণা।

Updated By: Jul 6, 2016, 09:17 PM IST
আপনি কি এভাবে পর্ন দেখেন? তাহলে...

ওয়েব ডেস্ক : অনেকেই ভাবেন এভাবে পর্ন দেখলে কোনও ক্ষতি হবে না। কেউ জানতেও পারবে না। আর তাই ব্রাউজারের ইনকগনিটো মোডে অনেকেই লুকিয়ে-চুরিয়ে নীল ছবি দেখে থাকেন। কিন্তু, এটা একদমই ভুল ধারণা।

কেন? কারণ, ইনকগনিটো মোডে পর্ন দেখা মানেই এমন নয় যে সেটা আপনার একদম ব্যক্তিগত হয়ে থাকল। একমাত্র ব্রাউজার হিস্ট্ররিতে সেভ হয় না। কিন্তু ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার ও ব্রাউজারে কম্পানিতে সবটাই নথিভুক্ত হয়ে যায়। আর তার থেকেই জানা যায়, আপনি কোন কোন ওয়েবপেজ সার্ফিং করেছেন। ফলে সেখান থেকেও ডেটা চুরির সম্ভাবনা থেকে যায়।

.