দুর্দান্ত ক্যামেরা সেটআপ, ৬ জিবি RAM-সহ লঞ্চ হল Huawei P30 Lite!
জলের দরে মিলছে ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা আর ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাআপ। সঙ্গে আরও অনেক কিছু...
নিজস্ব প্রতিবেদন: সম্প্রতি প্যারিসে একটি ইভেন্টে লঞ্চ হয়েছে Huawei-র নতুন স্মার্টফোন P30! এই ফোনের মূল আকর্ষণ হল এর ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। সঙ্গে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাআপ আর ৬ জিবি RAM। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Huawei P30-এর স্পেসিফিকেশন...
Huawei P30 Lite স্মার্টফোনের স্পেসিফিকেশন:
১) ৬.১৫ ইঞ্চি ফুল এইচডি প্লাস IPS ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৫ শতাংশেরও বেশি।
২) ৬ জিবি RAM + ১২৮ জিবি ইন্টার্নাল স্টোরেজ পাওয়া যাবে Huawei P30 Lite-এ। ফোনের ইন্টার্নাল স্টোরেজ MicroSD কার্ডের সাহায্যে ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।
আরও পড়ুন: আপনার ফোনে কি কেউ আড়ি পাতছে? কী করে বুঝবেন, জেনে নিন
৩) Android ৯.০ (Pie) অপারেটিং সিস্টেমের উপরেই চলবে সংস্থার EMUI ৯.০.১ স্কিন। এর সঙ্গেই থাকছে Kirin ৭১০ চিপসেট।
৪) ছবি তোলার জন্য থাকছে ২৪ মেগাপিক্সেল (প্রাইমারি সেন্সার) + ৮ মেগাপিক্সেল (ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা) + ২ মেগাপিক্সেলের (ডেপ্ত সেন্সর) ট্রিপল রিয়ার ক্যামেরা সেটাআপ আর ৩২ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
৫) এই ফোনে থাকছে ৩,৩৪০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। সঙ্গে থাকছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।
৬) তিনটি রঙে পাওয়া যাবে এই ফোন। ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।
৭) ফিলিপিন্সে Huawei P30 Lite-এর দাম ১৬,৯৯০ ফিলিপিন পিসো (ভারতীয় মূদ্রায় যা প্রায় ২২,২০০ টাকা)।