ভারত গড়তে 'মেড ইন ইন্ডিয়া' বাইক আনবে হোন্ডা

আগামী ২ মাসের মধ্যেই ভারতের বাজারে আসতে চলছে স্পোর্টস বাইক CBR 650F। বাইক তৈরিকারী সংস্থা হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটারস তাদের হাই স্পীড মোটরবাইককে 'মেক ইন্ডিয়া' প্রচারের অংশ হিসেবে ব্যবহার করতে উদ্যোগী হয়েছে। সেহেতু খুব তাড়াতাড়িই তাঁরা তাদের নতুন মোটরবাইককে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই সুপার স্পীড বাইক নাকি তৈরি হতে চলেছে ভারতেই। গুজরাতে তৈরি হবে এই মোটরবাইক। এমনটাই জানিয়েছেন হোন্ডা কোম্পানির প্রেসিডেন্ট কেইটা মুরামাতসু। গুজরাত ছাড়াও কর্ণাটকে যে কারখানা রয়েছে তাকে আরও বিস্তৃত করার কথাও ভাবছে হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটারস। 

Updated By: May 6, 2015, 08:56 PM IST
ভারত গড়তে 'মেড ইন ইন্ডিয়া' বাইক আনবে হোন্ডা

ওয়েব ডেস্ক: আগামী ২ মাসের মধ্যেই ভারতের বাজারে আসতে চলছে স্পোর্টস বাইক CBR 650F। বাইক তৈরিকারী সংস্থা হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটারস তাদের হাই স্পীড মোটরবাইককে 'মেক ইন্ডিয়া' প্রচারের অংশ হিসেবে ব্যবহার করতে উদ্যোগী হয়েছে। সেহেতু খুব তাড়াতাড়িই তাঁরা তাদের নতুন মোটরবাইককে ভারতের বাজারে লঞ্চ করতে চলেছে। এই সুপার স্পীড বাইক নাকি তৈরি হতে চলেছে ভারতেই। গুজরাতে তৈরি হবে এই মোটরবাইক। এমনটাই জানিয়েছেন হোন্ডা কোম্পানির প্রেসিডেন্ট কেইটা মুরামাতসু। গুজরাত ছাড়াও কর্ণাটকে যে কারখানা রয়েছে তাকে আরও বিস্তৃত করার কথাও ভাবছে হোন্ডা মোটরসাইকেলস অ্যান্ড স্কুটারস। 

.