দাম বাড়ছে সব বাইকের, জানাল Hero MotoCorp!

চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে ২১ লক্ষ বাইক বিক্রি করেছে হিরো।

Updated By: Jul 5, 2018, 12:34 PM IST
দাম বাড়ছে সব বাইকের, জানাল Hero MotoCorp!

নিজস্ব প্রতিবেদন: বাইকের দাম বাড়াচ্ছে Hero MotoCorp। সংস্থার পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, গাড়ি বানানোর কাঁচামালের দাম বৃদ্ধির কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখনও পর্যন্ত নিজেদের বাইকগুলির নতুন দাম প্রকাশ করেনি সংস্থা। তবে জানা গিয়েছে, Hero-র সব বাইকেরই এক্স শোরুম দাম ৫০০ টাকা পর্যন্ত বাড়বে।

সংস্থা সূত্রে খবর, চলতি আর্থিক বছরের প্রথম তিন মাসে ২১ লক্ষ বাইক বিক্রি করেছে হিরো। সংস্থার আশা, আগামী মাসেও বাইক বিক্রি এই একই গড় ধরে রাখতে পারবে। শেয়ার বাজারেও মঙ্গলবার বড় লাভের মুখ দেখেছে Hero MotoCorp। সব মিলিয়ে হিরোর বাজার এখন বেশ ভালই যাচ্ছে।

ভারতে বাইক বিক্রির ক্ষেত্রে সংস্থার দীর্ঘ দিনের সুনাম আর ভারতে বর্ষায় বিগত কয়েক বছরের বাইক বিক্রির পরিসংখ্যানের উপর ভিত্তি করেই এই আশা করা হচ্ছে। তাছাড়া, আগামী কয়েক মাসে একাধিক নতুন বাইক বাজারে আনতে চলেছে হিরো। তার মধ্যে রয়েছে Hero Xtreme 200R, ১২৫ সিসির স্কুটার Hero Duet 125 আর Hero Maestro Edge 125। ফলে দাম বৃদ্ধির কোনও প্রভাব বাইকের ব্যবসায় পড়বে না বলেই বিশ্বাস সংস্থার।

.