কী ভাবে নিজেই নিজের আইটি রিটার্ন ফাইল করবেন? জেনে নিন

এ বার নিজেই নিজের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে নিতে পারবেন। উপায় বাতলে দিচ্ছেন আইনজীবী সুকল্প শীল...

Edited By: সুদীপ দে | Updated By: Feb 29, 2020, 08:00 PM IST
কী ভাবে নিজেই নিজের আইটি রিটার্ন ফাইল করবেন? জেনে নিন

সুদীপ দে: সময় আর বেশি নেই। কাকে দিয়ে আইটি রিটার্ন ফাইল করাবেন ভাবছেন? চিন্তার কিছু নেই! এ বার নিজেই নিজের ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করে নিতে পারবেন। কী ভাবে? উপায় বাতলে দিচ্ছেন আইনজীবী সুকল্প শীল (বি এ এল এল বি, ট্যাক্সেশন, প্রপার্টি রেজিস্ট্রেশন এবং হোম লোন/প্রপার্টি লোন প্র্যাক্টিশনার)...

প্রথমেই বলে রাখা ভাল, শুধু অনলাইনে রিটার্ন ফর্ম ফিলাপ করে সাবমিট করে দিলেই কাজ শেষ হয়ে যাবে না। সেটাকে যাচাই (ভেরিফাই) করে দেখতে হবে। হয় ই-ভেরিফাই করতে হবে, নয়তো ব্যাঙ্গালুরুর ঠিকানায় অ্যাকনলেজমেন্ট পাঠালেই ভেরিফিকেশানের কাজ হয়ে যাবে। এ বার জেনে নিন ইফাইলিং-এর আগে হাতের কাছে কী কী নথি-পত্র রাখা জরুরি...

১) প্যান কার্ড (PAN),

২) আধার কার্ড (AADHAAR),

৩) ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর এবং আইএফএসসি (IFSC),

৪) মোবাইল নম্বর, ই-মেল আইডি, জন্ম তারিখ,

৫) Form 16 (যদি থাকে, না থাকে তাহলেও অসুবিধা নেই। কারণ, না থাকলেও নিজে তৈরি করতে পারেন। লিঙ্ক:  http://biswa.net/form-16.html)

৬) সমস্ত আয়ের তথ্য বা বেতনের বিস্তারিত তথ্য। এর সঙ্গেই ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ ও অন্যান্য আয়ের বিস্তারিত তথ্য।

৭) প্রফেশনাল ট্যাক্স, বাড়ি ভাড়ার রসিদ ও চুক্তিপত্র (ভাড়া বাড়িতে থাকলে), গৃহঋণের বাৎসরিক কিস্তির বিস্তারিত তথ্য (যদি থাকে)।

HRA Exempt ক্যালকুলেশান লিঙ্ক: http://www.biswa.net/house-rent-exemption-calculator.html 

HBL Interest & Principal ক্যালকুলেশান লিঙ্ক: http://www.biswa.net/emi-calculator.html

৮) 80C মোট সঞ্চয়: PF, PPF, LIC, GIC, PLI, Sukanya, Mutual Fund, Child Education fees, HBL Principal ইত্যাদি

৯) 80D: Mediclaim (যদি থাকে)

১০) 80G: Donation with PAN of donee (যদি কোনও দান থাকে)

১১) 80TTA: Saving Bank Interest এবং আরও অনেক কিছু থাকে যা সাধারণত আমাদের প্রয়োজন হয় না।

কী ভাবে আইটি রিটার্ন ফাইল করবেন?

এবার ৬ নম্বরের মোট আয় (Gross Income) থেকে ৭ নম্বরের প্রফেশনাল ট্যাক্স, বাড়ি ভাড়ার রসিদ ও চুক্তিপত্র (ভাড়া বাড়িতে থাকলে) অথবা গৃহঋণের বাৎসরিক কিস্তির বিস্তারিত তথ্য বিয়োগ করে রাখুন। এটাই রিটার্ন ফাইল (Return file)-এর সময় Income from salary/pension-এর ঘরে বসাতে হবে।

Income_Tax_Return ইনকাম ট্যাক্সের website খুলুন। রেজিস্টার করা না থাকলে প্রথমে রেজিস্টার করুন। রেজিস্টার করা হয়ে গেলে বা হয়ে থাকলে User ID (আপনার PAN) আর পাসওয়ার্ড দিয়ে Login করুন।

পরবর্তী পদক্ষেপ: অনলাইন efiling করুন।

এর পর আইটিআর (ITR) ফর্মের নাম বাছুন: ITR 1

অ্যাসেসমেন্ট ইয়ার: ২০২০-২০২১

প্যান কার্ডে উল্লেখিত ঠিকানা লিখুন।

পরবর্তী পদক্ষেপ: ব্যক্তিগত তথ্য, যেগুলি বাকি আছে সেগুলি ভর্তি করুন। আর Save করুন।

আয়ের বিস্তারিত বিবরণের অংশে (INCOME DETAILS) প্রয়োজনীয় তথ্য দিন।

B1 Income from salary / পেনশনে মোট আয় থেকে (প্রফেশনাল ট্যাক্স + বাড়ি ভাড়ার রসিদ ও চুক্তিপত্র (HRA Exempt, যদি থাকে) + গৃহঋণের বাৎসরিক কিস্তির বিস্তারিত তথ্য (HBL Interest, যদি থাকে) বিয়োগ করে লিখবেন।

অন্যান্য আয়ের বিস্তারিত তথ্য (Income from other source,B3)-এ ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ (Bank Interest) এবং অন্যান্য আয়ের যোগফল বসান। এর পর আর একবার 80TTA-এর ঘরে ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ (Bank Interest) বসাতে হবে। সেভিংস খাতে ব্যাঙ্ক থেকে প্রাপ্ত সুদ ১০ হাজার টাকার কম হলে অনেকেই তা দেখান না। কিন্তু দেখানো উচিৎ।

এ ছাড়াও যা গুরুত্বপূর্ণ তা হল, 80C, 80D, 80 TTA ইত্যাদি।

পরের পেজগুলিতে ব্যাঙ্ক সংক্রান্ত বিস্তারিত তথ্য, কিছু ব্যক্তিগত তথ্য, তারিখ ইত্যাদি দিতে হবে। কোথাও কোনও দান (Donation) করে থাকলে 80G অংশটিতে তা জানাতে হবে। এর পর submit করুন।

এর পর ভেরিফিকেশান। বিভিন্ন ভাবে করা যায় e banking বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা আধারের সঙ্গে যুক্ত মোবাইল নম্বরের মাধ্যমে ই-ভেরিফিকেশান করিয়ে নেওয়া যায়। আর তা না হলে বেঙ্গালুরুর ঠিকানায় আপনার বিস্তারিত তথ্য নথি-সহ পাঠাতে হবে।

ভেরিফিকেশান না হলে return submit অসম্পূর্ণ থাকবে।

INCOME TAX OF INDIA OFFICIAL WEBSITE-এর লিঙ্ক: https://incometaxindiaefiling.gov.in

.