নেটে ঘুরছে পাক হ্যাকারদের তৈরি ভুয়ো Arogya Setu! আসল অ্যাপ চেনা বা ডাউনলোডের উপায় কী?

আসুন এ বিষয়ে সবিস্তারে জেনে নেওয়া যাক...

Edited By: সুদীপ দে | Updated By: Jun 14, 2020, 05:41 PM IST
নেটে ঘুরছে পাক হ্যাকারদের তৈরি ভুয়ো Arogya Setu! আসল অ্যাপ চেনা বা ডাউনলোডের উপায় কী?

নিজস্ব প্রতিবেদন: ভারতীয়দের ব্যক্তিগত তথ্য হাতানোর জন্য নকল Arogya Setu অ্যাপ্লিকেশন তৈরি করেছে পাকিস্তানের হ্যাকাররা। দেশের গোয়েন্দা সংস্থাগুলির দাবি, মূলত ভারতীয় সেনাদের ব্যক্তিগত তথ্য হাতানো বা ফোন হ্যাক করার উদ্দেশ্যেই এই নকল Arogya Setu অ্যাপ্লিকেশন তৈরি করেছে পাকিস্তানী গুপ্তচররা।

সম্প্রতি এই নকল Arogya Setu অ্যাপ্লিকেশন সম্পর্কে সেনার পক্ষ থেকে। WhatsApp-এ আসা Aarogya Setu.apk লিঙ্ক সম্পর্কে সাবধান করা হয়েছে। কারণ, এই লিঙ্কে ক্লিক করলেই ডাউনলোডের পর ব্যবহারকারীর মোবাইলের যাবতীয় তথ্য পৌঁছে যেতে পারে হ্যাকারদের কাছে।

আরও পড়ুন: এবার গ্রাহকদের বিনামূল্যে Amazon Prime-এর মেম্বারশিপের সুবিধা দিচ্ছে Jio!

তাহলে আসল Arogya Setu অ্যাপ্লিকেশন চিনবেন কী করে?

এ ক্ষেত্রে সাইবার বিশেষজ্ঞদের পরামর্শ হল, WhatsApp-এ আসা কোনও লিঙ্ক থেকেই কোনও অ্যাপ ডাউনলোড না করাই ভাল। আসল Arogya Setu অ্যাপ্লিকেশন ডাউনলোডের জন্য শুধুমাত্র ‘mygov.in’ ওয়েবসাইট ব্যবহারের পরামর্শ দেওয়া হয়েছে। সেনা সূত্রে জানা গিয়েছে, ভুয়ো Arogya Setu অ্যাপ্লিকেশনের কমান্ড অ্যান্ড কন্ট্রোল সার্ভারটি রয়েছে নেদারল্যান্ডসে। Google Play Store বা Apple Store থেকে Arogya Setu ডাউনলোড বা ইনস্টলের ক্ষেত্রেও ভাল করে সেটি সংক্রান্ত তথ্য যাচাই করে নিতে হবে।

.