10Gb/s- ইন্টারনেট স্পিড কীভাবে পাবেন?

Updated By: Feb 17, 2016, 02:58 PM IST
10Gb/s- ইন্টারনেট স্পিড কীভাবে পাবেন?

ওয়েব ডেস্ক: উফ! আর পারা যাচ্ছে না। ইন্টারনেট বড্ড স্লো। নেট অপরেটারকে ফোন করেও সুরাহা হয়নি। লাট্টুর মত বাফারিং হয়েই চলেছে। কীভাবে হবে ডাউনলোড? খুলছে না পেজ। বিরক্তিকর অবস্থা থেকে একেবারে বুলেট গতিতে নেট ছুটবে যখন আপনার ডেস্কটপ বা ল্যাপটপে থাকবে এই হার্ডওয়ারটি। নাম 'দ্য লাস্ট মাইল' (Last Mile)।

লন্ডন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা অনেক পর্যালোচনা, বিশ্লেষণের পর এই হার্ডওয়ারটি তৈরি করেছেন। তামার কেবল দিয়ে তৈরি একটি চিপ হার্ডওয়ার যা আপনার ডেস্কটপে অথবা ল্যাপটপে থাকলে নূন্যতম ইন্টারনেট স্পিড হবে ৩০০ এমবি/এস (300Mb/s)। গবেষকরা দাবি করছেন, এই চিপ হার্ডওয়ার ইন্টারনেটের স্পিড বাড়িয়ে নিয়ে যেতে পারে ১০জিবি/সেকেন্ড পর্যন্ত।

.