২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে Google-এর এই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন!

২০১৪ সালের ২২ অক্টোবরে চালু হয়েছিল এই অ্যাপ। কোন অ্যাপ বন্ধ করছে Google? আসুন জেনে নেওয়া যাক...

Updated By: Mar 22, 2019, 04:50 PM IST
২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে Google-এর এই গুরুত্বপূর্ণ অ্যাপ্লিকেশন!

নিজস্ব প্রতিবেদন: বর্তমানে যে কোনও বিষয়ে আমাদের যে কোনও প্রশ্নের উত্তর খুঁজতে আমরা Google-এরই দ্বারস্থ হই। Google-এর এমন অনেক অ্যাপ রয়েছে যেগুলির সম্পর্কে আমাদের অনেকেরই তেমন কোনও ধারণা নেই। তবে এমনও অনেক Google অ্যাপ রয়েছে, যেগুলি বেশ জনপ্রিয়। যেমন, Google Pay, Google Assistant, Google Duo-র মতো একাধিক অ্যাপ রয়েছে যেগুলি আমাদের নানা প্রয়োজন সহজে মেটাতে সক্ষম। Google-এর তেমনই একটি অত্যন্ত জনপ্রিয় অ্যাপ বন্ধ করে দিচ্ছে সংস্থা।

আরও পড়ুন: LIVE ক্রিকেট থেকে সিনেমা বা সিরিয়াল, স্মার্টফোনে দেখুন মাত্র ১ টাকায়!

জানা গিয়েছে, আগামী ২ এপ্রিল থেকে বন্ধ হয়ে যাচ্ছে Google-এর ব্যাপক ব্যবহৃত অ্যাপ ‘Inbox’। ২০১৪ সালের ২২ অক্টোবর Gmail ব্যবহারকারীদের জন্য চালু হয়েছিল এই অ্যাপ। এ বার ‘Inbox’-এর পরিবর্তে ‘Bundles’ ফিচারটি যুক্ত করা হবে Gmail-এর সঙ্গে। এই ‘Bundles’ ফিচারে একই বিষয়ের একাধিক মেল গ্রুপ করে রাখা যাবে। এ ছাড়াও একাধিক নতুন ফিচার যুক্ত হচ্ছে Gmail-এর সঙ্গে।

.