আজ থেকে বন্ধ হচ্ছে গুগল টক অ্যাপ্লিকেশন উইন্ডো

বেশ কিছুদিন ধরেই গুগল টক অ্যাপ্লিকেশন উইন্ডো অবহেলা করেছে গুগল। অবশেষে আজ, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫ গুগল টক অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ করতে চলেছে গুগল। এর বদলে হ্যাংআউট ক্রোম অ্যাপ ব্যবহার করার জন্য দর্শকদের অনুরোধ করছে গুগল।

Updated By: Feb 16, 2015, 08:49 PM IST
আজ থেকে বন্ধ হচ্ছে গুগল টক অ্যাপ্লিকেশন উইন্ডো

ওয়েব ডেস্ক: বেশ কিছুদিন ধরেই গুগল টক অ্যাপ্লিকেশন উইন্ডো অবহেলা করেছে গুগল। অবশেষে আজ, ১৬ ফেব্রুয়ারি, ২০১৫ গুগল টক অ্যাপ্লিকেশন উইন্ডো বন্ধ করতে চলেছে গুগল। এর বদলে হ্যাংআউট ক্রোম অ্যাপ ব্যবহার করার জন্য দর্শকদের অনুরোধ করছে গুগল।

হ্যাংআউট ব্যবহার করার জন্য ক্রোম ওয়েব ব্রাউজার ইনস্টল করতে হবে ইউজারদের। কিন্তু গুগল টকের ক্ষেত্রে এই ধরণের কোনও বাধ্যবাধকতা ছিল না। তবে এখনও জি মেল থেকে ব্যবহার করা যাবে জি টক। বন্ধ হচ্ছে শুধুই অ্যাপ। ২০১৩ সালের মে মাসে গুগল ঘোষণা করেছিল অ্যান্ড্রয়েড ডিভাইসে গুগল টকে অ্যাপ্লিকেশন প্রতিস্থাপন করছে গুগল প্লাস হ্যাংআউট। ২০১৪ সালের অক্টোবরে গুগল ঘোষণা করে জি টক উইন্ডোস অ্যাপ বন্ধ করতে চলেছে তারা।

গুগল টক অ্যাপ বন্ধ হওয়ার ফলে পিডজিন ও অডিয়ামের মতো অ্যাপে বন্ধ হয়ে যাবে গুগল টক সাপোর্টও।

 

.