গুগল অ্যানড্রয়েডেও এবার স্কিন টোনড ইমোজি
হোয়াটসঅ্যাপের পর এবার গুগল অ্যানড্রয়েড। বদলাচ্ছে গুগল অ্যানড্রয়েড ইমোজি। এখন থেকে আর শুধু হলুদ রঙের স্মাইলি নয়। স্কিন টোনড ইমোজি পাঠাতে পারবেন আপনার প্রিয়জনকে। অনেকদিন ধরেই অবশ্য বদলানোর অপেক্ষায় ছিল অ্যানড্রয়েড ইমোজি।
Updated By: Apr 15, 2016, 05:50 PM IST
ওয়েব ডেস্ক : হোয়াটসঅ্যাপের পর এবার গুগল অ্যানড্রয়েড। বদলাচ্ছে গুগল অ্যানড্রয়েড ইমোজি। এখন থেকে আর শুধু হলুদ রঙের স্মাইলি নয়। স্কিন টোনড ইমোজি পাঠাতে পারবেন আপনার প্রিয়জনকে। অনেকদিন ধরেই অবশ্য বদলানোর অপেক্ষায় ছিল অ্যানড্রয়েড ইমোজি।
নতুন এই অ্যানড্রয়েড ইমোজিতে থাকছে বেকন, সেলফি এবং ফেসপামও। অ্যানড্রয়েড N-এ পাওয়া যাবে নতুন স্কিন টোনড ইমোজি। একইসঙ্গে ইউনিকোড-9 ইমোজিকেও সাপোর্ট করবে অ্যানড্রয়েড N। আপাতত নতুন এই ইমোজির বেটা ভার্সন লঞ্চ করেছে।