বাই বাই জি টক

কী রে কী করছিস? আজ আসবি তো! অ্যাই তুমি আমায় ভালবাসো তো! জি মেল ব্যবহারের মাঝে বা অফিসের কাজের ফাঁকে খুনসুটি করতে জি চ্যাট অনেকেই ব্যবহার করেন। কিন্তু সেসব অতীত হয়ে যেতে চলেছে।

Updated By: Feb 9, 2015, 09:44 AM IST
বাই বাই জি টক

ওয়েব ডেস্ক: কী রে কী করছিস? আজ আসবি তো! অ্যাই তুমি আমায় ভালবাসো তো! জি মেল ব্যবহারের মাঝে বা অফিসের কাজের ফাঁকে খুনসুটি করতে জি চ্যাট অনেকেই ব্যবহার করেন। কিন্তু সেসব অতীত হয়ে যেতে চলেছে।

হ্যাং আউট বন্ধের পর জি চ্যাট পরিষেবা বন্ধ করে দিতে চলেছে গুগল। আগামি সপ্তাহে সোমবার থেকে আর ব্যবহার করা যাবে না জি টক পরিষেবা। এর ফলে সমস্যায় পড়তে চলেছেন বিশ্বের কয়েক লক্ষ গুগল ব্যবহারকারী। কিন্তু কেন এই সিদ্ধান্ত গুগলের! শোনা যাচ্ছে বার্তা আদানপ্রদান বা মেসেজিংয়ের জন্য বেশ কিছু সফটওয়্যার ও পরিষেবা গুগল স্টোরে চলে এসেছে। আগের চেয়ে গুগল চ্যাটের ব্যবহারও হু হু করে কমছিল। তাই প্রতিযোগিতায় টিকে থাকতে না পেরে জি চ্যাট-কে অতীতের খাতায় পাঠিয়ে দিল গুগল।

.