ভারতের মাটিতে গাড়ি বিক্রি বন্ধ করে দিচ্ছে জেনারেল মোটর্স
ভারতের মাটিতে গাড়ি বিক্রি বন্ধ করে দিচ্ছে জেনারেল মোটর্স। ফলে ভারতের মাটিতে আর নতুন করে দেখা যাবে না শেভ্রলে। চলতি বছরের শেষ দিকেই ভারতে শেভ্রলের বিক্রি বন্ধ করে দেবে জেনারেল মোটর্স।
ওয়েব ডেস্ক : ভারতের মাটিতে গাড়ি বিক্রি বন্ধ করে দিচ্ছে জেনারেল মোটর্স। ফলে ভারতের মাটিতে আর নতুন করে দেখা যাবে না শেভ্রলে। চলতি বছরের শেষ দিকেই ভারতে শেভ্রলের বিক্রি বন্ধ করে দেবে জেনারেল মোটর্স।
আরও পড়ুন- বিট কয়েনের সাত কাহন
ভারতে যেভাবে গাড়ির বাজার বাড়ছে, তাতে আগামী কয়েক বছরের মধ্যেই জাপানকে ছাপিয়ে যাবে বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতেও শেভ্রলে নিজেদের বাজার ধরতে পারেনি দেশের মাটিতে। যদিও, এই বিষয়টি পরিষ্কার করে বলা হয়নি সংস্থার তরফে।
আজ ডেট্রয়েটে সংস্থার একটি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়, যেখানে কারণ স্পষ্ট করে না বলা থাকলেও ভারতের বাজার থেকে গাড়ি বিক্রি বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়েছে। তবে আগামী দিনে আরও কমদামে গাড়ি নিয়ে ভারতের বাজারে প্রবেশ করতে চায় জেনারেল মোটর্স।