ফেসবুককে হারাতে 'কবর' থেকে ফিরে এল সে
জৌলুস কমেছে। কিন্তু শেষ হয়ে যায়নি। ফের নতুন করে অক্সিজেন নিয়ে ফিরল গুগল সোশ্যাল মিডিয়া, গুগল প্লাস।
ওয়েব ডেস্ক: জৌলুস কমেছে। কিন্তু শেষ হয়ে যায়নি। ফের নতুন করে অক্সিজেন নিয়ে ফিরল গুগল সোশ্যাল মিডিয়া, গুগল প্লাস।
ফেসবুকের জনপ্রিয়তায় বেশ খানিকটা ফিকে হয়ে গিয়েছিল গুগল প্লাস। অনেকে মনে করছিল হয়ত অরকুটের মতো গুগল প্লাসও সোশ্যাল মিডিয়া থেকে রিটায়র ঘোষণা করবে। অনেক ফিচারও তুলে নিয়েছিল গুগল কতৃপক্ষ। তবে সেই আশঙ্কা দূর করে নতুন রূপে ফিরে এল। বিশেষজ্ঞদের মতে, ফেসবুকের থেকে গুগল প্লাসে আরও নতুনত্ব ফিচার রয়েছে। ফেসবুককে হারানোর ক্ষমতা রাখে, কিন্তু মানুষের কাছে কতখানি পৌঁছাতে পারবে তা নিয়ে ধন্দ থেকেই যাচ্ছে।
গুগল প্রোডাক্ট ডিরেক্টর, লুক রোবেল্সকি জানিয়েছেন, ওয়েব, অ্যান্ড্রয়েড, অ্যাপেল যে কোনও প্ল্যাটফর্মে "মোর মোবাইল-ফ্রেন্ডলি"। শতবার চেষ্টা করেও হয়নি, তবে শেষ চেষ্টা করতে ক্ষতি কি? এই ভাবনায় কি ফের ফিরে এল গুগল প্লাস! এই বিষয় নিয়ে এখন চর্চিত চর্বণ সোশ্যাল মিডিয়ায়।