স্কুল পড়ুয়াদের জন্য ফেসবুকের নয়া অ্যাপ

নয়া অ্যাপ এনেছে ফেসবুক। নাম লাইফস্টেজ। তবে এই অ্যাপ ব্যবহার করতে হলে বয়স হতে হবে একুশ বা কম। এই অ্যাপের জনকের বয়স মাত্র উনিশ বছর। তিনি আবার ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজারও। গোটা বিশ্বেই এখন ফেসবুক যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই এবার ফেসবুক হাজির টিন এজারদের কথা ভেবে। ১৯ বছর বয়সী প্রোডাক্ট ম্যানেজার মাইকেল সেম্যান নতুন একটি অ্যাপের জন্ম দিয়েছেন। মাত্র তিনজন ইঞ্জিনিয়ার ও একজন ডিজাইনারকে সঙ্গে নিয়ে গত দু’বছর ধরে নয়া অ্যাপটি তৈরি করেছেন সেম্যান।

Updated By: Aug 27, 2016, 12:37 PM IST
স্কুল পড়ুয়াদের জন্য ফেসবুকের নয়া অ্যাপ

ওয়েব ডেস্ক : নয়া অ্যাপ এনেছে ফেসবুক। নাম লাইফস্টেজ। তবে এই অ্যাপ ব্যবহার করতে হলে বয়স হতে হবে একুশ বা কম। এই অ্যাপের জনকের বয়স মাত্র উনিশ বছর। তিনি আবার ফেসবুকের প্রোডাক্ট ম্যানেজারও। গোটা বিশ্বেই এখন ফেসবুক যোগাযোগের অন্যতম মাধ্যম। তাই এবার ফেসবুক হাজির টিন এজারদের কথা ভেবে। ১৯ বছর বয়সী প্রোডাক্ট ম্যানেজার মাইকেল সেম্যান নতুন একটি অ্যাপের জন্ম দিয়েছেন। মাত্র তিনজন ইঞ্জিনিয়ার ও একজন ডিজাইনারকে সঙ্গে নিয়ে গত দু’বছর ধরে নয়া অ্যাপটি তৈরি করেছেন সেম্যান।

নয়া অ্যাপের কিছু তথ্য:

১) টিন-এজার বিশেষ করে হাই স্কুল পড়ুয়াদের জন্য ডিজাইন করা হয়েছে লাইফস্টেজ নামে এই অ্যাপ।

২) এটি মূলত এক ধরনের ভিডিও ডায়েরি। এই অ্যাপের সাহায্যে স্কুলের পড়ুয়ারা ভিডিও প্রোফাইল তৈরি করতে পারবে।

৩) বায়ো তৈরি করতে টেক্সট-এর বদলে ব্যবহার করা যাবে ভিডিও। যে কোনও ভিডিও রেকর্ড করে প্রোফাইলে ‘অ্যাড’ করা যাবে।

৪) রয়েছে লাইক, ডিসলাইক, বেস্ট ফ্রেন্ডস অপশন।

৫) অন্তত ২০ জন ইউজার কোনও একটি স্কুলকে বেছে নিলে তবেই সেই স্কুলের পড়ুয়ারা একে অপরের প্রোফাইল দেখতে পারবে।

৬) একটি নির্দিষ্ট গ্রুপের মধ্যে ইউজাররা বিভিন্ন বায়োগ্রাফিক্যাল প্রশ্ন করতে ও উত্তর দিতে পারবে।

বিশেষজ্ঞরা বলছেন, জন্মলগ্নের নীতিকেই আঁকড়ে ধরে নয়া প্রজন্মের কাছে অপরিহার্য হতে চাইছে ফেসবুক। এই অ্যাপ কতটা জনপ্রিয় হয়, সেদিকেই এখন তাকিয়ে বিশেষজ্ঞরা।

.