জেনে নিন নতুন Samsung Galaxy A20e-এর খুঁটিনাটি

Galaxy A20-র সঙ্গে Galaxy A20e-র স্পেসিফিকেশনে কিছু ফারাক রয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Galaxy A20e-র ফিচার...

Updated By: Apr 12, 2019, 11:25 AM IST
জেনে নিন নতুন Samsung Galaxy A20e-এর খুঁটিনাটি
...

নিজস্ব প্রতিবেদন: Android স্মার্টফোনের বাজার ধরতে মরিয়া দক্ষিণ কোরিয়ার নামী এই মোবাইল প্রস্তুতকারক সংস্থা বিগত কয়েক মাসে পর পর বেশ কয়েকটি স্মার্টফোন লঞ্চ করেছে। সম্প্রতি পোল্যান্ডে একটি ইভেন্টে Samsung লঞ্চ হল তাদের নতুন স্মার্টফোন Galaxy A20e। কিছুদিন আগে ভারতে লঞ্চ হয়েছে Galaxy A20। Galaxy A20-র সঙ্গে Galaxy A20e-র স্পেসিফিকেশনে কিছু ফারাক রয়েছে। আসুন এক নজরে দেখে নেওয়া যাক Galaxy A20e-র ফিচার...

Samsung Galaxy A20e-এর স্পেসিফিকেশন:

১) ৫.৮ ইঞ্চি ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই ফোনের স্ক্রিন টু বডি রেশিও ৮৫ শতাংশের বেশি। এই ফোনে ছোট্ট ডিসপ্লে নচ রয়েছে। রয়েছে ইনফিনিটি-ভি (V) ডিসপ্লে।

২) ৩ জিবি RAM আর ৩২ জিবি ইন্টার্নাল স্টোরেজ যা microSD কার্ডের মাধ্যমে ৫১২ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যাবে।

৩) Android ৯.০ (Pie) আর Exynos ৭৮৮৪ Octa-core (৮ nm) চিপসেট।

৪) ১৩ মেগাপিক্সেল + ৫ মেগাপিক্সেলের ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ আর ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা।

৫) ফোনের পিছনে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার।

৬) এই ফোনে থাকছে ৩,০০০ mAh-এর নন রিমুভেবল ব্যাটারি। রয়েছে ফাস্ট চার্জিং-এর সুবিধা। আর কানেক্টিভিটির জন্য থাকছে 4G LTE, Wi-Fi 802.11ac, Bluetooth v5.0, GPS/ A-GPS আর একটি USB Type-C port।

আরও পড়ুন: ৮ জিবি RAM, চারটি রিয়ার ক্যামেরা-সহ ভারতে আসছে Huawei P30 Pro!

Samsung Galaxy A20e-এর দাম সম্পর্কে সংস্থার পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনও ইঙ্গিত মেলেনি। তবে ভারতে লঞ্চ হওয়া Galaxy A20-র দাম ১২,৪৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

.