ফেসবুকে যে ছটি জিনিস আপনি ভুলেও করবেন না
সাইবার ক্রাইমের ফাঁদ পাতা ফেসবুকে। ঘন ঘন স্ট্যাটাস আপডেট আর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার সময় আপনি নিজের অজান্তেই ফেক অ্যাকাউন্ট, হ্যাকিংয়ের ফাঁদে পড়তে পারেন। এইসব কিছু থেকে নিজেকে সুরক্ষিত থাকতে এই ৬টা জিনিস আপনি ভুলেও কখনও ফেসবুকে করবেন না। কী কী?
ওয়েব ডেস্ক : সাইবার ক্রাইমের ফাঁদ পাতা ফেসবুকে। ঘন ঘন স্ট্যাটাস আপডেট আর ফ্রেন্ড রিকোয়েস্ট গ্রহণ করার সময় আপনি নিজের অজান্তেই ফেক অ্যাকাউন্ট, হ্যাকিংয়ের ফাঁদে পড়তে পারেন। এইসব কিছু থেকে নিজেকে সুরক্ষিত থাকতে এই ৬টা জিনিস আপনি ভুলেও কখনও ফেসবুকে করবেন না। কী কী?
১) ভুলেও ফেসবুকে কখনও বাড়ির ঠিকানা দেবেন না।
২) নিজের পাসওয়ার্ড আপনার ঘনিষ্ঠ কোনও বন্ধুকেও বলবেন না।
৩) পার্সোনাল মেসেজ বা চ্যাটেও এড়িয়ে চলুন ব্যক্তিগত কথা।
৪) ভুলভাল ছবি, ব্যক্তিগত ছবি, ঘনিষ্ঠ ছবি ফেসবুকে শেয়ার করবেন না। কাউকে চ্যাটেও পাঠাবেন না। ছবি বিকৃত করে ঘটতে পারে মারাত্মক ঘটনা।
৫) আপনি এই মুহূর্তে কোথায় আছেন, কার সঙ্গে আপনার সম্পর্ক রয়েছে তাঁর নাম, রিলেশনশিপ স্ট্যাটাস ফেসবুকে দেবেন না।
৬) এমনকী জন্মদিনের তারিখটাও দেবেন না ফেসবুকে।