মাত্র ২৯৯ টাকায় 4G ফোন, Jio Phone-কে চাপে ফেলে দিল এই হ্যান্ডসেট

Updated By: Aug 19, 2017, 06:03 PM IST
মাত্র ২৯৯ টাকায় 4G ফোন, Jio Phone-কে চাপে ফেলে দিল এই হ্যান্ডসেট

ওয়েব ডেস্ক: ১৫ অগস্ট লঞ্চ হয়েছে জিও ফোন। মাত্র ১,৫০০ টাকা জমা রেখে ঝকঝকে ফোন হাতে পেতে উৎসাহিত অনেকেই। সেই শোরগোলের মধ্যেই বাজারে এল মাত্র ২৯৯ টাকা দামের 4G হ্যান্ডসেট। ডিটেল নামে একটি আনকোরা সংস্থার এই ফোন ঘিরেও উৎসাহ দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়ায়।

এর আগে রিংগিং বেলস-এর ফ্রিডম ২৫১-এর অভিজ্ঞতা ভাল নয় দেশবাসীর। সস্তায় ফোন বুক করে শেষ প‌র্যন্ত তার দেখা পাননি অনেকেই। ফলে ফের সস্তা ফোন বুক করার আগে সাবধানী অনেকেই। কোনও নামজাদা শপিং পোর্টাল নয়, রিংগিং বেলসের মতো ডিটেলও ফোন বিক্রি করছে শুধুমাত্র নিজেদের সাইটে।

 

কী রয়েছে ফোনে?

বেসিক ফিচার ফোন ডিটেল ডি ওয়ানে রয়েছে ১.৪৪ ইঞ্চি ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে। ব্যবহার করা ‌যাবে একটি মাত্র সিম। সঙ্গে রয়েছে ৬৫০ এমএএইচ ব্যাটারি। ফোনের ‌যা চেহারা তাতে এই ব্যাটারিতে হেসে খেলে গোটা দিন কথা বলা ‌যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। 

ফোনটিতে 4G VoLTE প্র‌যুক্তি থাকায় ব্যবহার করা ‌যাবে Jio-র পরিষেবা। সঙ্গে রয়েছে টর্চ, এফএম রেডিওর মতো বেসিক ফিচার। 

 

কী করে বুক করবেন ২৯৯ টাকার ফোন?

১. প্রথমে ‌যেতে হবে www.detel-india.com ওয়েবসাইটে.

২. সেখানে বেছে নিন 'ডি ওয়ান' মডেলটি.

৩. ক্লিক করুন 'বাই নাউ' বটনে.

৪. তবে অনলাইনে টাকা মেটানোর ঝুঁকি না নেওয়াই ভাল। বরং বেছে নিন ক্যাশ অন ডেলিভারির অপশন

 

ফোনটির আসল দাম ২৬০ টাকা বলে জানিয়েছে ডিটেল। জিএসটি ‌যোগ করে ফোনের দাম দাঁড়াচ্ছে ২৯৯ টাকা। সে ‌যাই হোক, ফোন শেষ প‌র্যন্ত হাতে এলে লাভ ছাড়া ক্ষতি নেই। 

 

.