নতুন স্মার্ট রিটেল প্রোগ্রামে ঘরে বসেই হাতে পান পছন্দের Vivo স্মার্টফোন!

ফোনের হোম ডেলিভারি ব্যবস্থা গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে বলে আশা সংস্থার...

Edited By: সুদীপ দে | Updated By: May 4, 2020, 10:06 PM IST
নতুন স্মার্ট রিটেল প্রোগ্রামে ঘরে বসেই হাতে পান পছন্দের Vivo স্মার্টফোন!

নিজস্ব প্রতিবেদন: গ্রিন ও অরেঞ্জ জোনে স্মার্টফোনের দোকান খোলার পরে এবং ফোন বিক্রির অনুমতি পাওয়ার পর নতুন পরিষেবা চালু করেছে জনপ্রিয় স্মার্টফোন সংস্থা Vivo। এই স্মার্টফোন প্রস্তুতকারী সংস্থা ‘স্মার্ট রিটেল প্রোগ্রাম’ চালু করেছে যার মধ্যমে গ্রাহকরা Vivo-র ফেসবুক পেজ (@vivoIndia), Vivo ই-স্টোর (shop.Vivo.com) এবং 8955771110 নম্বরে এসএমএসের মাধ্যমে তাঁদের পছন্দের Vivo স্মার্টফোনগুলি অর্ডার করতে পারবেন।

‘স্মার্ট রিটেল প্রোগ্রাম’-এর আওতায় প্রায় ৩০ হাজার ব্র্যান্ড সেলার এবং ২০ হাজার খুচরা বিক্রেতার সহায়তায় গ্রাহকদের কাছে Vivo স্মার্টফোন পৌঁছে দেওয়া হবে। Vivo-র ডিরেক্টর (ব্র্যান্ড স্ট্র্যাটেজি) নিপুন মৌর্য জানান, Vivo-র মোট ক্রেতা ও গ্রাহকদের ৬০ শতাংশই অফলাইন গ্রাহক বা ক্রেতা। সে ক্ষেত্রে ফোনের হোম ডেলিভারি ব্যবস্থা গ্রাহকদের বিশেষ সুবিধা দেবে বলে আশা করা যায়।

আরও পড়ুন: গ্রাহকের তথ্য পাচারের অভিযোগ কি তাহলে সত্যি? Xiaomi-র নয়া সিদ্ধান্তে বাড়ল জল্পনা

ফেসবুক পেজ এবং এসএমএসের মাধ্যমেও পাওয়া অর্ডার অনুযায়ী, ব্র্যান্ড সেলার বা খুচরা বিক্রেতার থেকে গ্রাহক বা ক্রেতা তাঁর পছন্দের Vivo স্মার্টফোনটি কিনতে পারবেন। এছাড়াও, খুচরা বিক্রেতারা গ্রাহককে ফোনের হোম ডেলিভারিও দেবেন।

.