লাল গ্রহ থেকে নিজের সেলফি তুলে পাঠাল কিউরিওসিটি
যুগটা এখন সেলফির। সেলফি পোকা সব্বাইকেই কামড়াচ্ছে। বাদ যাবে কেন রোবটরা? বাদ যাবেই বা কেন কিউরিওসিটি রোভার?
Updated By: Aug 24, 2015, 12:49 PM IST
ওয়েব ডেস্ক: যুগটা এখন সেলফির। সেলফি পোকা সব্বাইকেই কামড়াচ্ছে। বাদ যাবে কেন রোবটরা? বাদ যাবেই বা কেন কিউরিওসিটি রোভার?
সম্প্রতি, মঙ্গলের বুক থেকে নিজের নয়া সেলফি তুলে পাঠাল নাসার কিউরিওসিটি রোভার। নিজের সাত ফুট লম্বা ইনবিল্ট রোবোটিক হাতকেই সেলফি স্টিক হিসেবে ব্যবহার করেছে মার্স রোভার। লালগ্রহের পাথর 'বাকস্কিন' ড্রিল করতে করতে নিজের সেলফি তুলেছে কিউরিওসিটি।
গত ৫ অগাস্ট নিজের এক ডজন ছবি তুলেছে কিউরিওসিটি।
Working all the angles. Took this #selfie while investigating an area with hydrated minerals http://t.co/TASSOdAprc pic.twitter.com/iTNX6Xm8LM
— Curiosity Rover (@MarsCuriosity) August 19, 2015