করোনাভাইরাস সচেতনতায় অভিনব উদ্যোগ, ফোনের কলার টিউনেই থাকছে চমক

এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত  ৯০টি দেশের ১ লাখ ৬৮০ জন। মৃত্যু হয়েছে ৩৪৫৬ জনের

Updated By: Mar 7, 2020, 07:54 PM IST
করোনাভাইরাস সচেতনতায় অভিনব উদ্যোগ, ফোনের কলার টিউনেই থাকছে চমক

নিজস্ব প্রতিবেদন: দেশে ক্রমশ চেপে বসছে করোনাভাইরাসের আতঙ্ক। শনিবার জম্মু ও কাশ্মীরে ২ জনের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গিয়েছে। গোটা দেশে আক্রান্তের সংখ্যা ৩৩। এরকম এক অবস্থায় করোনাভাইরাস সচেতনতায় নামছে জিও ও বিএসএনএল।

আরও পড়ুন-মধ্যপ্রদেশে দশম শ্রেণির বোর্ডের পরীক্ষায় PoK হল ‘আজাদ কাশ্মীর’, তোলপাড় রাজ্য

কীভাবে? এখন থেকে ওই দুই সার্ভিস প্রোভাইডারের কোনও নম্বরে ফোন করলে শুনতে পেতে পারেন কোনও কাশির শব্দ, সঙ্গে করোনাভাইরাস সচেতনতার বার্তা। এর ফলে ভালো সাড়া পাওয়া যাবে মনে করছে কেন্দ্র। সংবাদমাধ্যম ও সোশ্যাল মিডিয়ায়র পাশাপাশি এবার টেলিফোন কোম্পানিগুলির ওপরে এভাবেই ভরসা রাখছে কেন্দ্র।

এখনও পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত  ৯০টি দেশের ১ লাখ ৬৮০ জন। মৃত্যু হয়েছে ৩৪৫৬ জনের। সবচেয়ে ক্ষতিগ্রস্থ চিন, দক্ষিণ কোরিয়া, ইরান ও ইতালি। এরকম এক অবস্থায় সতর্ক ভারত। ইতিমধ্যেই এনিয়ে বিভিন্ন ধরনের সতর্কবার্তা প্রচার করেছে কেন্দ্রে।

আরও পড়ুন-প্রতিবাদের সঠিক পথই বেছে নিয়েছেন উপাচার্য, রবীন্দ্রভারতী বিতর্কে প্রতিক্রিয়া সুব্রত মুখোপাধ্যায়ের

করোনাভাইরাস মোকাবিলায় কী করবেন

বারবার হাত ধোন।

জ্বর, কাশি, সর্দি হলে চিকিত্সকের কাছে যান।

মাস্ক পরে থাকুন।

কেউ করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহ হলে তার কাছ থেকে দূরে থাকুন।

পরিচ্ছন্ন থাকুন।

হাঁচি,কাশির সময় মুথ ঢাকুন।

হাত অপরিচ্ছন্ন মনে হলে চোখে, মুখে হাত দেবেন না।

.