ভারতে এল চাইনিজ স্মার্টফোন মেইজু

ভারতের বাজারে এসে গেল আরও একটি নতুন স্মার্টফোন ব্র্যান্ড। সোমবার ভারতে মেইজু এম ওয়ান(Meizu m1) স্মার্টফোন লঞ্চ করল চাইনিজ সংস্থা মেইজু। বুধবার দুপুর ২টো থেকে শুধুমাত্র অ্যামাজন ইন্ডিয়ার সাইটে পাওয়া যাবে এই স্মার্টফোন। মেইজুর পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোন কোনওরকম ফ্লাশ সেল মডেল ব্যবহার করবে না। যদিও, দামের ব্যাপারে এখনও কিছু জানায়নি চাইনিজ স্মার্টফোন সংস্থা।

Updated By: May 18, 2015, 07:02 PM IST
ভারতে এল চাইনিজ স্মার্টফোন মেইজু

ওয়েব ডেস্ক: ভারতের বাজারে এসে গেল আরও একটি নতুন স্মার্টফোন ব্র্যান্ড। সোমবার ভারতে মেইজু এম ওয়ান(Meizu m1) স্মার্টফোন লঞ্চ করল চাইনিজ সংস্থা মেইজু। বুধবার দুপুর ২টো থেকে শুধুমাত্র অ্যামাজন ইন্ডিয়ার সাইটে পাওয়া যাবে এই স্মার্টফোন। মেইজুর পক্ষ থেকে জানানো হয়েছে এই ফোন কোনওরকম ফ্লাশ সেল মডেল ব্যবহার করবে না। যদিও, দামের ব্যাপারে এখনও কিছু জানায়নি চাইনিজ স্মার্টফোন সংস্থা।

মেইজু এম ওয়ানের ফিচার-

1.7GHz 64-bit octa-core Cortex-A53 Mediatek MT6752 processor
2GB RAM
Mali T760 GPU.
5.5" (1920x1080p) full HD screen (403 PPI)
13MP f/2.2 rear cam and a 5MP selfie cam
Flyme OS (based off Android 4.4 KitKat)

এছাড়াও ডুয়াল সিম, ফোরজি, ১৬জিবি স্টোরেজের(৬৩জিবি পর্যন্ত বাড়ানো যাবে) সুবিধা রয়েছে এই ফোনে। ৩১৪০এমএএইচ নন-রিমুভেবল ব্যাটারি দ্বারা চালিত ফোনের ওজন ১৪৫ গ্রাম। ৮.৯ মিমি চওড়া ফোন পাওয়া যাবে সাদা, নীল, হলুদ ও গোলাপি রঙে।

 

.