ক্যান্সার রোগীর মৃত্যু হলো আইফোনে
ওয়েব ডেস্কঃ ব্রেন টিউমারের রোগী ছিলেন ৫৩ বছরের মারেক ক্রুগার। বিছানায় শুয়ে শুয়ে হয়ত মৃত্যুরই দিন গুনছিলেন। অবশেষে এল সেই প্রত্যাশিত মৃত্যু। তবে প্রাণ নিয়ে গেল ক্যান্সার নয়, মোবাইল ফোন। ব্রেন টিউমারের ফ্লে ডান দিকটা অকেজো হয়ে গিয়েছিল। ওঠার ক্ষমতা ছিল না। ফলে বিছানায় শুয়েই দিন কাটাতে হতো। স্ত্রী, মেয়েরা কাজে বেড়িয়ে গেলে মোবাইল ফোনটাই ছিল একমাত্র সঙ্গী। বেশির ভাগ সময় বালিশের নীচেই রেখে দিতেন। কাছ ছাড়া করতেন। পাছে কোনও বিপদ হলে সহজে লোকজনকে খবর দেওয়া জায়। কিন্তু আসল সময় কাউকে খব্র দিতে পারলেন না।
এই জিয়ন কাঠিই কেড়ে নিল মারেক ক্রুকারের প্রাণ। কভার দিয়ে চার্জ দেওয়ার ফলে একসময় অতিরিক্ত গরম হয়ে যায় ফোনটি এবং ব্যাটারি ফেটে গিয়ে আগুন জ্বলতে থাকে। ধোঁয়ায় ঘর ভরে গেলে শ্বাস নিতে না পেরে মৃত্যু হয় মারেক ক্রুগারের। বিশেষজ্ঞরা অবশ্য বলছেন এক্ষেত্রে দোষ ফোনের নয়। আই ফোন সবসময় খোলা জায়গাতেই চার্জ দেওয়ার নিয়ম যাতে ব্যাটারির উত্তাপ বাইরে বেরিয়ে যেতে পারে। এখানে তা না হওয়ায় ব্যাটারি ফেটে আগুন ধরে যায়।