নাম মাত্র খরচে ১ বছরের জন্য আনলিমিটেড কল এবং রোজ ১ জিবি ডেটা BSNL-র
প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এলো BSNL।
![নাম মাত্র খরচে ১ বছরের জন্য আনলিমিটেড কল এবং রোজ ১ জিবি ডেটা BSNL-র নাম মাত্র খরচে ১ বছরের জন্য আনলিমিটেড কল এবং রোজ ১ জিবি ডেটা BSNL-র](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2018/02/16/109379-bsnl-16-2-18.jpg)
নিজস্ব প্রতিবেদন: রিলায়েন্স জিও-র সঙ্গে ডেটা যুদ্ধে টিকে থাকতে, একের পর এক নতুন অফার নিয়ে আসছে বাকি টেলিকম সংস্থাগুলোও। কে কত কম খরচে ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের পরিষেবা দিতে পারে, তাই নিয়েই চলছে জোর টক্কর। তবে, এবার জিও-র সঙ্গে ডেটা যুদ্ধে ময়দানে নেমে পড়ল ভারত সঞ্চার নিগম লিমিটেড।
আরও পড়ুন : এখনই হোয়াটসঅ্যাপে টাকা পাঠাতে পারবেন না!
প্রিপেইড গ্রাহকদের জন্য নতুন অফার নিয়ে এলো BSNL। ৯৯৯ টাকার এই অফারে গ্রাহকরা ১ বছরের জন্য প্রত্যেকদিন ১ জিবি করে ডেটা এবং আনলিমিটেড কলিংয়ের সুবিধা। BSNL-র এই ম্যাক্সিমাম প্রিপেইড প্ল্যানে ভারতীয় গ্রাহকরা ৩৬৫ দিন আনলিমিটেড ডেটার পাশাপাশি পেয়ে যাবেন ১৮১ দিনের জন্য লোকাল এবং এসটিডি আনলিমিটেড কলিংয়ের পরিষেবা।
আরও পড়ুন : মাত্র সাড়ে ৪ হাজার টাকায় হাই-ফাই স্মার্টফোন Intex-র
তবে, BSNL-র এই অফার সকলের জন্য নয়। আসাম এবং জম্ম-কাশ্মীরের গ্রাহকরা এই পরিষেবা পাবেন না। টুইট করে নতুন এই অফার জানিয়েছে BSNL।
BSNL Maximum Prepaid Plan of Rs 999 Introduced, Offers 1GB Data Per Day and Unlimited Voice for Six Months
Source @TelecomTalk https://t.co/dcgcjGYagx pic.twitter.com/mhtWvJv3ND— BSNL India (@BSNLCorporate) February 14, 2018