BSNL 4G ExPress সিম- এটা একটা ভাইরাস

রিলায়েন্সের জিও-কে টেক্কা দিতে বাজারে আসছে BSNL 4G ExPress সিম! এখন ওয়েব দুনিয়ায় এটাই ভাইরাল খবর। যারা জিও ব্যবহার করেন না, এখনও করবেন না বলেই ভাবছেন এবং বিএসএনএল-এর পরিষেবাতেই সন্তুষ্ট তারা পুলকিত হলেও এই খবরে বাজার যতই গরম হোক, আসলে খবরটা ভুয়ো। BSNL ফোর জি এক্সপ্রেস সিম নামের কোনও সিমই বাজারে আনছে না এই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। আরও পড়ুন- এয়ারটেল তিন মাস ফ্রি ডেটার অফার দিচ্ছে?সত্যিটা জেনে নিন

Updated By: Dec 8, 2016, 12:43 PM IST
BSNL 4G ExPress সিম- এটা একটা ভাইরাস

ওয়েব ডেস্ক: রিলায়েন্সের জিও-কে টেক্কা দিতে বাজারে আসছে BSNL 4G ExPress সিম! এখন ওয়েব দুনিয়ায় এটাই ভাইরাল খবর। যারা জিও ব্যবহার করেন না, এখনও করবেন না বলেই ভাবছেন এবং বিএসএনএল-এর পরিষেবাতেই সন্তুষ্ট তারা পুলকিত হলেও এই খবরে বাজার যতই গরম হোক, আসলে খবরটা ভুয়ো। BSNL ফোর জি এক্সপ্রেস সিম নামের কোনও সিমই বাজারে আনছে না এই রাষ্ট্রায়ত্ত্ব সংস্থা। আরও পড়ুন- এয়ারটেল তিন মাস ফ্রি ডেটার অফার দিচ্ছে?সত্যিটা জেনে নিন

 

ফ্রি কল, ফ্রি ডেটা, যত খুশি ম্যাসেজ-একবছর পর্যন্ত চলবে এই অফার, এটা আসলে ভুয়ো। এয়ারটেলের মতই বিএসএনএল'কে নিয়েও বাজার দাপাচ্ছে স্প্যামিং ম্যাসেজ। মোবাইলে মোবাইলে যে টেক্সট ম্যাসেজ যাচ্ছে তা ক্লিক করলেই ভাইরাসে আক্রান্ত হচ্ছে মোবাইল ফোন। তাই এবার থেকে স্প্যাম ম্যাসেজ ক্লিক করার আগে ভাবুন এবং সাবধান হোন। 

 

.