সুখবর! ছাড় দিতেই ছাড়িয়ে গেল আইফোনের বিক্রি
স্মার্টফোন ক্রেতাদের জন্য একটি সুখবর। দিওয়ালীতে দাম কমল অ্যাপেলের নতুন লঞ্চ করা দুটি আই ফোনের।
ওয়েব ডেস্ক: স্মার্টফোন ক্রেতাদের জন্য একটি সুখবর। দিওয়ালীতে দাম কমল অ্যাপেলের নতুন লঞ্চ করা দুটি আই ফোনের।
একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, অ্যাপেলের আইফোন 6s এবং 6s plus-এর দাম কমিয়ে ৩৪ হাজার টাকা করে দেওয়া হল। বিক্রি বাড়ানোর উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে।
যেখানে গত মাসেই লঞ্চ করেছে অ্যাপেলের এই দুটি আইফোন। ভারতে এর দাম ছিল যথাক্রমে ৬২ হাজার এবং ৯২ হাজার টাকা। কিন্তু রিপোর্ট ঘেঁটে দেখতে পাওয়া গিয়েছে বাজারে আইফোনের বিক্রি গত বছর ১৫ থেকে ২০% হারে কমে গিয়েছিল।
সূত্র থেকে জানা গিয়েছে, অ্যাপেল আইফোন ডিস্ট্রিবিউটারসদের কাছ থেকে সমস্ত পুরনো মডেলের ফোনগুলি তুলে নেওয়া হবে। এর বদলে তাদের নতুন মডেলের আইফোন দেওয়া হবে। তাই সমস্ত ডিস্ট্রিবিউটারসদের জন্য একটি সাইট বানানো হয়েছে, যেখানে তাদের কাছে থাকা পুরনো মডেলের ফোনগুলি ছবি সমেত সমস্ত তথ্য দেওয়া থাকবে।
গত সপ্তাহ থেকেই ফ্লিপকার্ট, স্ন্যাপডিল এবং অ্যামাজনে অ্যাপেলের আইফোনের ওপর ৭ থেকে ১১ শতাংশ ছাড় দেওয়া হয়েছে।