জানেন এবার থেকে ‘ভিম’ অ্যাপে প্রতিদিন কত টাকার লেনদেন করতে পারবেন?
![জানেন এবার থেকে ‘ভিম’ অ্যাপে প্রতিদিন কত টাকার লেনদেন করতে পারবেন? জানেন এবার থেকে ‘ভিম’ অ্যাপে প্রতিদিন কত টাকার লেনদেন করতে পারবেন?](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/01/09/75579-bhim-9-1-17.jpg)
ওয়েব ডেস্ক: সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন যে, ভিম অ্যাপের মাধ্যমে আর্থিক লেনদেনের পরিমান কিছুটা বাডতে পারে খুব শীঘ্রই। শুরু থেকেই প্রচন্ড জনপ্রিয়তা পেয়েছে এই ‘ভিম’ অ্যাপ। মাত্র ১০ দিনেই এই অ্যাপের ডাউনলোডের সংখ্যা ১০ মিলিয়ন ছাড়িয়ে গিয়েছে।
টুইটারে একটি প্রেস রিলিজের মাধ্যমে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, ‘ভিম অ্যাপের জনপ্রিয়তা প্রত্যেকদিন আরও বাড়ছে। আর সেই কারণেই NPCI এই ভিম অ্যাপে আর্থিক লেনদেনের উর্ধ্বসীমা বাড়ানোর পরিকল্পনা করেছে। বর্তমানে এই অ্যাপে USSD দিনে ৫ হাজার টাকা পর্যন্ত রয়েছে। কিন্তু এবার সেই আর্থিক লেনদেনের উর্ধ্বসীমা ২০ হাজার টাকা পর্যন্ত হতে পারে।‘
আরও পড়ুন প্রত্যেক ব্যাঙ্ক অ্যাকাউন্ট হোল্ডারের প্যান কার্ড থাকা বাধ্যতামূলক
প্রধানমন্ত্রী আরও বলেন, ‘BHIM (Bharat Interface for Money) অ্যাপটি ১০ মিলিয়ন ইনস্টল করা হয়েছে। এরই মধ্যে ২ মিলিয়ন লেনদেন UPI এবং USSD প্ল্যাটফর্ম মারফত্ হয়েছে।’
বর্তমানে গুগল প্লে-র অ্যাপ্লিকেশনের মধ্যে ভিম অ্যাপ সবথেকে দ্রুত এবং সবথেকে কম সময়ে জনপ্রিয় একটি অ্যাপ। এর সাইজ ২ মেগাবাইটেরও কম। যেকোনও পেমেন্টের ক্ষেত্রে ব্যবহারের জন্য অন্যতম বৃহত্ অ্যাপ্লিকেশন ভিম। ব্যাঙ্কের থেকেও তাড়াতাড়ি টাকা পাঠানো, গ্রহণ করা এবং লেনদেন করে এই অ্যাপটি। যাঁদের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে, তাঁরা যেকোনও সময়ে ব্যালেন্স চেক করতে পারেন। ৩৫টিরও বেশি ব্যাঙ্ক এই ভিম অ্যাপের মাধ্যমে তাঁদের আর্থিক লেনদেন করে।