অনলাইনে বিনামূল্যে এই কোম্পানির সিম কিনলে, সাবধান!

অনলাইনে বিনামূল্যে জিও সিম কিনছেন? তাহলে কিন্তু সাবধান...!!

Updated By: Oct 15, 2016, 12:36 PM IST
অনলাইনে বিনামূল্যে এই কোম্পানির সিম কিনলে, সাবধান!

ওয়েব ডেস্ক : অনলাইনে বিনামূল্যে জিও সিম কিনছেন? তাহলে কিন্তু সাবধান...!!

http://aonebiz.in/ নামে একটি ওয়েবসাইট ঘোষণা করেছে, তারা বিনামূল্যে অনলাইনে জিও সিম দিচ্ছে। এর জন্য আপনাকে একটি অনলাইন ফর্ম ফিলআপ করতে হবে। সেখানে দিতে হবে আপনার নাম, ফোন নাম্বার, ডেলিভারি অ্যাড্রেস, ইমেল আইডি ইত্যাদি। সিম চলে আসবে আপনার ঠিকনায়। সিম ডেলিভারির সময় আপনাকে দিতে হবে অ্যাড্রেস প্রুফ, পরিচয়পত্রের প্রমাণ ও একটি পাসপোর্ট সাইজ ফোটোগ্রাফ। আপনি অর্ডার দেওয়ার সাত থেকে ১০ দিনের মধ্যেই চলে আসবে সিম। শুধুমাত্র ডেলিভারি চার্জ লাগবে ১৯৯ টাকা।

আর এখানেই আপনার জেনে রাখা ভালো যে, রিলায়েন্স জিওর তরফ থেকে এরকম  কোনও অফারই ঘোষণা করা হয়নি। ইকুপনডিলস জানাচ্ছে, বেশকিছু স্ক্যাম সাইট ন্যূনতম ডেলিভারি চার্জে জিও সিম পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতিতে মানুষের সঙ্গে হোয়াটসঅ্যাপ, ই-মেল ও SMS-এ যোগাযোগ করছে। কিন্তু এই সাইটগুলো ১০০ শতাংশই ভুয়ো। আরও পড়ুন, এবার থেকে ১১ ডিজিটের মোবাইল নাম্বার!

.