একগুচ্ছ আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে আসছে আসুস জেনফোন ৫

আসুস জেনফোন ৫-এ থাকছে ২,৫০০ এমএএইচ ব্যাটারি। এরই সঙ্গে থাকছে ৫.৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।

Updated By: Apr 20, 2018, 12:25 PM IST
একগুচ্ছ আকর্ষণীয় ফিচার নিয়ে বাজারে আসছে আসুস জেনফোন ৫

আগামী ৩১ মে লঞ্চ হচ্ছে আসুস জেনফোন ৫। মাই স্মার্টপ্রাইস-এর প্রতিবেদনে অন্তত এমনটাই দাবি করা হয়েছে। আসুন জেনে নেওয়া যাক কী কী ফিচারস মিলছে Asus Zenfone 5-এ।

১) ১৩ ও ৫ মেগাপিক্সেল ডুয়াল রিয়ার ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা থাকছে আসুস জেনফোন ৫-এ।

আরও পড়ুন: আকর্ষণীয় বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে নোকিয়া ৭

২) আসুসের নতুন এই স্মার্টফোনে থাকছে অক্টা-কোর স্ন্যাপড্রাগন ৬৩৬ চিপসেট। এরই সঙ্গে থাকছে অ্যানড্রয়েড ৮.০ ওরিও অপারেটিং সিস্টেম।

৩) জানা গিয়েছে, জেনফোন ৫-এ থাকছে ৩ জিবি র‌্যাম ও ৬৪ জিবি রম বা ইন্টারনাল স্টোরেজ যা মাইক্রোএসডি কার্ডের সাহায্যে ফোনের ইন্টারনাল স্টোরেজ ২৫৬ জিবি পর্যন্ত বাড়িয়ে নেওয়া যেতে পারে।

আরও পড়ুন: দুর্দান্ত বৈশিষ্ট্য নিয়ে বাজারে আসছে শাওমি ৬এক্স

৪) আসুস জেনফোন ৫-এ থাকছে ২,৫০০ এমএএইচ ব্যাটারি। এরই সঙ্গে থাকছে ৫.৭ ইঞ্চি ফুল এইচডি ডিসপ্লে।

৫) আসুস জেনফোন ৫-এর দাম ১৪,৯৯০ টাকা হতে পারে বলে মনে করা হচ্ছে।

.